দ্যা নিউ ভিশন

ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ২১:১১

ভারতকে অনুদান কেন দিতে হবে? ওরা এমনিতেই অনেক ফায়দা নেয়: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর যেন থামছেই না অনুদান বিতর্ক। এবার সেই বিতর্ক যেন আরও উসকে দিলেন ট্রাম্প নিজেই। ভারতকে দেয়া ১৮ মিলিয়ন ডলারের অনুদান নিয়ে করলেন মন্তব্য।

গত রোববার ভারতের ২ কোটি ১০ লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১৮২ কোটি রুপি) অনুদান বন্ধের কথা ঘোষণা করে আমেরিকার সংশ্লিষ্ট দফতর। আন্তর্জাতিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন দেশকে অর্থসাহায্য করে থাকে আমেরিকা। তবে অভিযোগ, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার সেই (ইউএসএইড) অনুদান আসত ভারতে ভোটের হার বৃদ্ধি করার জন্য।

এবার সেই অনুদানের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, ভারতকে তাদের নির্বাচনের জন্য আমরা এতো টাকা কেন দেব? বরং ওরা আমাদের সাহায্য করুক। সেটা কেমন হবে? ভারতের কোনো টাকার প্রয়োজন নেই।

ট্রাম্প আরও বলেন, ভারত আমাদের থেকে প্রচুর সুযোগসুবিধা নেয়। ওদের করের পরিমাণ অনেক বেশি। আমরা ওখানে কিছু বিক্রি করতে চাইলে ২০০ শতাংশ কর নেয়া হয়। আর ওদের ভোটের জন্য আমরা টাকা পাঠাচ্ছি? কেন?

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ