দ্যা নিউ ভিশন

এপ্রিল ১০, ২০২৫ ২৩:৩৭

ইউক্রেনে শান্তিরক্ষী পাঠাতে আগ্রহী সুইডেন ও যুক্তরাজ্য

ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় সেনা পাঠাতে যুক্তরাজ্য প্রস্তুত বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে সুইডেনও শান্তিরক্ষী পাঠাতে প্রস্তুত।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) প্যারিসে যুদ্ধবিরতিতে ইউরোপের ভূমিকা নিয়ে আলোচনার জন্য নেতাদের জরুরি বৈঠকের আগে এই প্রতিশ্রুতি দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

অন্যদিকে, একইদিন প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন বলেছেন, সুইডেন ইউক্রেনে যুদ্ধ-পরবর্তী শান্তিরক্ষী বাহিনীতে অবদান রাখার কথা বিবেচনা করবে। তিনি আরও বলেন যে, এই ধরণের কোন সিদ্ধান্ত নেয়ার আগে আলোচনার অগ্রগতি প্রয়োজন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার দাবি করেন যে যুক্তরাজ্য শান্তিরক্ষী দায়িত্ব পালনের জন্য ইউক্রেনে ব্রিটিশ সেনা পাঠাতে প্রস্তুত। কারণ তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে দেখানোর চেষ্টা করেছেন যে যুদ্ধ অবসানের আলোচনায় ইউরোপীয় দেশগুলো তাদের ভূমিকা পালন করছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী