দ্যা নিউ ভিশন

এপ্রিল ১০, ২০২৫ ২৩:৩৯

প্রথমবারের মতো জাপান সফরে তালেবান

২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা নেওয়ার পর প্রতিবেশী দেশ বা আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গেই কূটনৈতিক যোগাযোগ রেখেছে তালেবান। এরই ধারাবাহিকতায় আফগানিস্তানের তালেবান সরকারের একটি প্রতিনিধিদল জাপান সফরে গিয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, মানবিক সহায়তা এবং সম্ভাব্য কূটনৈতিক সম্পর্ক নিয়ে জাপানি কর্মকর্তাদের সঙ্গে বিশদ আলোচনার কথা রয়েছে।

স্থানীয় সময় রোববার (১৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্র, শিক্ষা, অর্থনীতি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল জাপানে পৌঁছেছে। তারা আগামী এক সপ্তাহ ধরে বিভিন্ন আলোচনা ও বৈঠকে অংশ নেবে।

এই সফরকে আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে নিজেদের চেষ্টার অংশ বলে উল্লেখ করেছেন তালেবান সরকারের অর্থ উপমন্ত্রী লতিফ নাজারি।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী