দ্যা নিউ ভিশন

এপ্রিল ৩, ২০২৫ ১৬:১৯

যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে বৈঠক করতে সৌদিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ চলছে ৩ বছর ধরে। লম্বা সময় ধরে যুদ্ধ চলার কারণে ইউরোপজুড়ে দেখা দিয়েছে অর্থনৈতিক সঙ্কট। সেই সাথে, আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে এই যুদ্ধ নিয়ে চলছে বিচার-বিশ্লেষণ। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্থানীয় সময় সোমবার (১৭ ফেব্রুয়ারি) সৌদি আরবে পৌঁছেছেন। এক প্রতিবেদনে সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে তিনি রাশিয়ার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসবেন। এই আলোচনার উদ্যোগ এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে।

গত সপ্তাহে, ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন এবং ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য শীর্ষ মার্কিন কর্মকর্তাদের আলোচনার নির্দেশ দেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী