মালিতে একটি অবৈধভাবে পরিচালিত সোনার খনি ধসে কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে বেশির ভাগই নারী। রোববার (১৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার (১৫ ফেব্রুয়ারি) মালির পশ্চিমাঞ্চলের স্বর্ণসমৃদ্ধ কায়েস অঞ্চলের কেনিয়েবা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, ভুক্তভোগীদের জন্য অনুসন্ধান চলমান রয়েছে। এটি একটি অবৈধ খনি। এই অঞ্চলে এই ধরনের খনির শোষণে অনেক জটিলতা রয়েছে। কিছু মানুষ পানিতে পড়ে গিয়েছিলেন। তাদের মধ্যে একজন নারীর পিঠে তার শিশু ছিলো।