দ্যা নিউ ভিশন

এপ্রিল ৫, ২০২৫ ০০:৫৪

দুর্নীতি মামলার রায়ের বিরুদ্ধে ইমরান ও বুশরা বিবির আপিল

স্ত্রী বুশরা বিবির সঙ্গে ইমরান খান

আল–কাদির ট্রাস্ট দুর্নীতি মামলার সাজার রায়ের বিরুদ্ধে আপিল করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবি। ইসলামাবাদ হাইকোর্টে আজ সোমবার এ আপিল করা হয় বলে জানিয়েছেন তাঁদের আইনজীবী খালিদ ইউসুফ চৌধুরী।

পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারা হেফাজতে রয়েছেন। ৭২ বছর বয়সী এই নেতার বিরুদ্ধে প্রায় ২০০ মামলা করা হয়েছে। যদিও এসব মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন ইমরান।

এরই মধ্যে চলতি মাসে আল–কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ইমরানকে ১৪ বছর ও বুশরা বিবিকে ৭ বছরের সাজা দেওয়া হয়। এরপর আজ ওই রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানান আইনজীবী খালিদ ইউসুফ চৌধুরী। কিছুদিন পর আপিলের ওপর শুনানি শুরু হবে বলে জানান তিনি।

ইমরান খান রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী। ১৯ কোটি পাউন্ড তছরুপের অভিযোগে তাঁর ও বুশরা বিবির বিরুদ্ধে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলা করেছিল পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টাবিলিটি ব্যুরো (এনএবি)। মামলায় ২০২৩ সালের মে মাসে ইমরানকে গ্রেপ্তার করা হয়। গত বছরের ২৭ ফেব্রুয়ারি মামলায় ইমরান ও বুশরাকে অভিযুক্ত করা হয়।

২০২২ সালের ৯ এপ্রিল পার্লামেন্টে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীর পদ হারান ইমরান। পরে বেশ কয়েকটি মামলায় ২০২৩ সালের আগস্টে তাঁকে কারারুদ্ধ করা হয়। এরই মধ্যে গত বছর সাইফার ও ইদ্দত মামলায় খালাস পান তিনি। তবে গত ডিসেম্বরে তোশাখানা–২ মামলায় তাঁকে অভিযুক্ত করা হয়। তাঁর বিরুদ্ধে আরও কয়েকটি মামলা চলমান।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী