দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০২:৪১

যে কারণে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের লাল তালিকায় রয়েছে

মার্কিন নাগরিকদের জন্য ঝুঁকিপূর্ণ ২১ দেশের তালিকায় এবার বাংলাদেশের নাম যুক্ত হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক তালিকায় এ তথ্য জানা যায়। বুধবার (৪ সেপ্টেম্বর) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন পররাষ্ট্র দপ্তর এ বিষয়টি নিশ্চিত করেছে।

পোস্টে জানানো হয়, লাল তালিকাভুক্ত ২১টি দেশের জন্য চতুর্থ পর্যায়ের ভ্রমণ সতর্কতা জারি করা হয়েছে, যা যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সতর্কতা।

৫ আগস্ট ছাত্র আন্দোলনের তীব্র পরিস্থিতির মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেন। এর পরদিন মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে চতুর্থ স্তরের ভ্রমণ সতর্কতা জারি করা হয়। সতর্কবার্তায় বলা হয়েছে, বেসামরিক অস্থিরতা, অপরাধ, ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে বাংলাদেশে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

সতর্কবার্তায় আরো বলা হয়, সন্ত্রাসী হামলা স্বল্প বা আগাম সতর্কতা ছাড়াই হতে পারে, তাই মার্কিন নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দেশগুলোতে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে পর্যটন গন্তব্য, বাস ও ট্রেন স্টেশন, বাজার, শপিংমল, রেস্তোরাঁ, ধর্মীয় স্থান, স্কুল ক্যাম্পাস, এবং সরকারি স্থাপনার মতো জায়গাগুলো আক্রমণের লক্ষ্য হতে পারে, তাই মার্কিন নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে।

বাংলাদেশ ছাড়াও তালিকায় রয়েছে আফগানিস্তান, বেলারুশ, বুরকিনা ফাসো, মিয়ানমার, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র, হাইতি, ইরান, ইরাক, লেবানন, লিবিয়া, মালি, উত্তর কোরিয়া, রাশিয়া, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, ইউক্রেন, ভেনেজুয়েলা এবং ইয়েমেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট