যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কৌশলে কাজে লাগাতে চাইছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের প্রধানের পক্ষ থেকে ট্রাম্পের প্রশংসা ও তাঁর সঙ্গে আলোচনার ইচ্ছা পোষণের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত শুক্রবার এ কথা বলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিদিনের সন্ধ্যার ভাষণে জেলেনস্কি বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শান্তি অর্জনের আকাঙ্ক্ষাকে কৌশলে কাজে লাগাতে চান পুতিন। কিন্তু আমি নিশ্চিত, রাশিয়ার কোনো কারসাজি আর সফল হবে না।’
জেলেনস্কি আরও বলেন, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে হামলা শুরু করা পুতিন তাঁর যুদ্ধ চালিয়ে যেতে চান এবং বিশ্বনেতাদের কৌশলে কাজে লাগাতে চান।
এর আগে পুতিন ট্রাম্পকে মেধাবী নেতা হিসেবে প্রশংসা করেন এবং বলেন, ট্রাম্প এ সংঘাতকে তাঁর মেয়াদ শুরুর সময় থেকেই আটকাতে সক্ষম হবেন বলে তিনি মনে করেন।
পুতিনের পক্ষ থেকে অবশ্য কবে নাগাদ শান্তি আলোচনা শুরু হবে, তা জানানো হয়নি। তবে তিনি বলেন, ক্রেমলিন ওয়াশিংটনের সংকেতের অপেক্ষায় রয়েছে। অবশ্য বৃহস্পতিবার ট্রাম্প বলেছেন, তিনি শিগগিরই পুতিনের সঙ্গে দেখা করবেন। এর আগে তিনি দ্রুত রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বন্ধে উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।