দ্যা নিউ ভিশন

এপ্রিল ১৯, ২০২৫ ১৫:৫৮

গাজায় ইসরায়েলি হামলায় ৫ শিশুসহ ৪৯ জন নিহত

এক বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা

ফিলিস্তিনের গাজা উপত্যকাজুড়ে গতকাল মঙ্গলবার ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৪৯ জন নিহত হয়েছেন, এর মধ্যে ৫টি শিশু রয়েছে।

গাজার চিকিৎসা-সংশ্লিষ্ট সূত্রগুলো এই তথ্য জানিয়ে বলেছে, গাজার আল-মাওয়াসির ‘নিরাপদ অঞ্চলের’ তাঁবুতে ইসরায়েলি হামলায় পাঁচ শিশু নিহত হয়।

অন্যদিকে জাবালিয়ায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন আটজন।

কুদস নিউজ নেটওয়ার্ক ও ফিলিস্তিনি তথ্যকেন্দ্রের তথ্যমতে, গাজার আটক চিকিৎসক হুসসাম আবু সাফিয়ার মা হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

ইসরায়েলি বাহিনী গত ২৭ ডিসেম্বর উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালে অভিযান চালায়। অভিযানকালে হাসপাতালটির পরিচালক আবু সাফিয়াকে আটক করে তারা।

হামাসের হয়ে কাজ করার অভিযোগে আবু সাফিয়াকে আটক করা হয়। ৫১ বছর বয়সী এই শিশুরোগবিশেষজ্ঞ অবরুদ্ধ হাসপাতালটির ভয়াবহ অবস্থার বর্ণনা ভিডিও বার্তায় দিয়ে আন্তর্জাতিক মহলের মনোযোগ আকর্ষণ করেছিলেন। আটকের পর তাঁকে অজ্ঞাত স্থানে রেখেছে ইসরায়েলি বাহিনী।

এদিকে গতকাল উত্তর গাজার শাতি শরণার্থীশিবিরে ইসরায়েলি হামলায় একই পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও হামলা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিরা আল-জাজিরাকে বলেছেন, শিবিরে অবস্থানরত পরিবারগুলো যখন ঘুমাচ্ছিল, তখন বোমা হামলা চালায় ইসরায়েল। একটি ভবন নিশানা করে এই হামলা চালানো হয়। হামলায় ভবনটির আশপাশের বাড়িঘর ধ্বংস হয়ে যায়।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, গাজা সিটির একটি বাড়িতে গতকাল ইসরায়েলি বাহিনী বোমা হামলা চালায়। এই হামলায় ১৫ দিন বয়সী এক শিশু নিহত হয়েছে, আহত হয়েছেন অনেক মানুষ।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচার হামলা চালাচ্ছে ইসরায়েল। এই হামলায় এখন পর্যন্ত অন্তত ৪৫ হাজার ৮৮৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ১ লাখ ৯ হাজার ১৯৬ জন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী