দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০২:১৮

মোমবাতি জ্বালিয়ে ওই নারী চিকিৎসককে স্মরণ, কলকাতার রাজপথে রাতের প্রতিবাদ

নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনার বিচার দাবি করে কলকাতার গড়িয়াহাটার মোড়ে ৪ সেপ্টেম্বর মোমবাতি ও প্রদীপ জ্বালিয়ে প্রতিবাদ জানানো হয়েছে।

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার আরজি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করার ঘটনায় পুরো রাজ্য এখনো উত্তাল রয়েছে। বুধবার রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত রাজ্যজুড়ে আলো নিভিয়ে, মোমবাতি ও প্রদীপ জ্বালিয়ে ওই নারী চিকিৎসককে স্মরণ করা হয়। এই কর্মসূচির ডাক দিয়েছিলেন রাজ্যের জুনিয়র চিকিৎসকরা।

নির্যাতনের শিকার চিকিৎসকের হত্যার বিচার দাবিতে রাতভর কলকাতার রাজপথে আন্দোলন চলছে। এর আগে ১৪ আগস্ট রাতে নারীরা একইভাবে প্রতিবাদ জানিয়ে ছিলেন। আন্দোলনকারীদের দাবি, হত্যাকারীদের শনাক্ত করে তাদের বিচার করতে হবে।

বুধবার বিকেল থেকেই বাম ছাত্র ও যুব সংগঠন এসএফআই ও ডিওয়াইএফআই শ্যামবাজার মেট্রো স্টেশনের সামনে অবস্থান ধর্মঘট শুরু করেছে এবং প্রকৃত খুনি শনাক্ত না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিও তোলা হয়েছে।

বালিগঞ্জ এলাকার বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকরা বিকেলে পথে নেমে মানববন্ধন করেন গড়িয়াহাটার মোড়ে। তারা হত্যাকারীদের অবিলম্বে শনাক্ত করে শাস্তি দিতে দাবি জানান। জাতীয় কংগ্রেসও কলকাতায় প্রতিবাদ মিছিল আয়োজন করেছে।

বিজেপি জেলা জেলায় বিডিও অফিস ঘেরাওয়ের কর্মসূচি পালন করেছে, যার ফলে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের সংঘর্ষের খবর পাওয়া গেছে ওন্দা, বাঁকুরা ও পাশকুড়ায়।

এদিকে, সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের মন্তব্য আন্দোলনের আগুনে ঘি ঢেলেছে। তিনি মন্তব্য করেছেন, ‘আমরা বদল চেয়েছি কিন্তু বদলা নেই। এবার বদলা নেব।’ তার এই বক্তব্যের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে এবং শুক্রবার বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে শুনানি হতে পারে।

এছাড়া, ওই চিকিৎসকের মা-বাবা ও স্বজনেরা পুলিশ বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছেন, ঘটনার দিন তাদের মেয়েকে দেখতে দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ এবং অধ্যক্ষের রুমে নিয়ে সাদা কাগজে সই নিতে চেয়েছিল। তারা অভিযোগ করেন যে, তাদের টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করা হয়েছিল এবং মৃতদেহের সৎকার টালা থানায় বসিয়ে করা হয়েছিল। তাদের প্রশ্ন, সৎকারের টাকা কে দিয়েছে এবং কেন পুলিশ এত সক্রিয়তা দেখিয়েছিল? এসব ঘটনার পেছনে কোন রহস্য ছিল?

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট