দ্যা নিউ ভিশন

এপ্রিল ৪, ২০২৫ ২২:৩১

ইথিওপিয়ায় যাত্রীবোঝাই ট্রাক পড়ল নদীতে, ৬০ জন নিহত

ইথিওপিয়ায় যাত্রীবোঝাই একটি ট্রাক নদীতে পড়ে হতাহতের ঘটনা ঘটেছে

আফ্রিকার দেশ ইথিওপিয়ায় যাত্রীবোঝাই একটি ট্রাক নদীতে পড়ে অন্তত ৬০ জন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণের সিদামা অঞ্চলের কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

গতকাল রোববার সন্ধ্যায় সিদামার আঞ্চলিক যোগাযোগ দপ্তর এক বিবৃতিতে জানায়, সেখানকার বোনা ডিস্ট্রিক্টে এ দুর্ঘটনা ঘটে।

বিবৃতিতে দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। শুধু বলা হয়েছে, আহত অবস্থায় উদ্ধার করা মানুষদের বোনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেশটির রাষ্ট্রায়ত্ত্ব সম্প্রচারমাধ্যম ইবিসি জানিয়েছে, গতকালের এ সড়ক দুর্ঘটনার শিকার মানুষেরা একটি বিয়ের আয়োজনে যোগ দিতে যাচ্ছিলেন।

ইথিওপিয়ায় এমন প্রাণঘাতী দুর্ঘটনা মাঝেমধ্যেই দেখা যায়। দেশটিতে যানবাহন চালানোর মান বেশ নিম্ন, যানবাহনের ফিটনেসও মানসম্মত নয় বলে অভিযোগ রয়েছে।

এর আগে ২০১৮ সালে ইথিওপিয়ার পার্বত্য এলাকায় যাত্রীবোঝাই একটি বাস গিরিখাদে পড়ে অন্তত ৩৮ জন মানুষ নিহত হওয়ার ঘটনা ঘটেছিল। তাদের বেশির ভাগই শিক্ষার্থী ছিল।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী