দ্যা নিউ ভিশন

এপ্রিল ৫, ২০২৫ ০৬:৪৬

সিরিয়ায় চার বছরের আগে নির্বাচন নয়

আহমেদ আল শারা

সিরিয়ায় সাধারণ নির্বাচন দিতে চার বছর পর্যন্ত সময় লাগতে পারে। আজ রোববার সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম আল–আরাবিয়া চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে সিরিয়ার ক্ষমতাসীন নেতা আহমেদ আল–শারা এ কথা বলেন। এ মাসেই বিদ্রোহীদের অভিযানে বাশার আল–আসাদের সরকারের পতন ঘটে। এরপর প্রথমবারের মতো দেশটিতে সম্ভাব্য নির্বাচনের সময় নিয়ে মন্তব্য করলেন বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির–আল–শামের (এইচটিএস) নেতা আহমেদ আল–শারা।

সাক্ষাৎকারে সারা বলেন, সিরিয়ায় নতুন সংবিধান প্রণয়ণে তিন বছরের বেশি সময় লাগতে পারে। এ ছাড়া সিরিয়ায় পরিবর্তন আনতে আরও এক বছর সময় লেগে যেতে পারে।

সিরিয়ায় আসাদ পরিবারের শাসনের অবসান ঘটে ৮ ডিসেম্বর। শারার নেতৃত্বে এইচটিএস ও অন্যান্য বিদ্রোহী গোষ্ঠী একজোট হয়ে প্রেসিডেন্ট বাশারের বিরুদ্ধে অভিযান চালান এবং দেশটিতে ১৩ বছরের গৃহযুদ্ধের অবসান ঘটে। শারা বলেন, জাতীয় সংলাপ সম্মেলন করে এইচটিএসকে বিলুপ্ত ঘোষণা করা হবে।

বিদেশি সম্পর্কের বিষয়ে শারা বলেন, রাশিয়ার সঙ্গে সিরিয়ার কৌশলগত স্বার্থ রয়েছে। এখানে সামরিক ঘাঁটি তৈরি করেছে তারা। দীর্ঘ গৃহযুদ্ধের সময় তারা বাশারের মিত্র ছিল। বাশারকে আশ্রয়ও দিয়েছে। এ মাসের শুরুতে শারা বলেছিলেন, রাশিয়ার সঙ্গে সিরিয়ার সম্পর্ক অভিন্ন স্বার্থের ভিত্তিতে হওয়া উচিত।

শারা আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেবে বলে তিনি আশা করেন। এর আগে মার্কিন এক জ্যেষ্ঠ কূটনীতিক ঘোষণা দেন, এর আগে শারাকে ধরতে যুক্তরাষ্ট্রের ঘোষিত এক কোটি ডলার পুরস্কার বাতিল করা হয়েছে।

এদিকে, সিরিয়ায় শারার নেতৃত্বাধীন নতুন প্রশাসন দেশটিতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদেল রহমান বলেন, সিরিয়ার নতুন প্রশাসন বাশারের আমলের তথ্যদাতাসহ সশস্ত্র বাহিনীর ৩০০ জনকে গ্রেপ্তার করেছে। এসব লোকজন বাশারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। গত বৃহস্পতিবার প্রশাসন বড় ধরনের অভিযান চালায়।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী