দ্যা নিউ ভিশন

এপ্রিল ১০, ২০২৫ ১৮:৫৭

পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি যুক্তরাষ্ট্রের জন্য ‘উদীয়মান হুমকি’

পাকিস্তান দিবসের সামরিক কুচকাওয়াজে শাহিন-৩ (সারফেস-টু-সারফেস) ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রদর্শনী। ইসলামাবাদ, পাকিস্তান, ২৩ মার্চ ২০১৯

হোয়াইট হাউসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, পারমাণবিক অস্ত্রধারী দেশ পাকিস্তান দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা তৈরি করছে। যা শেষপর্যন্ত দেশটিকে দক্ষিণ এশিয়ার বাইরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম করে তুলতে পারে। বিষয়টি যুক্তরাষ্ট্রের জন্য একটি ‘উদীয়মান হুমকি’ হয়ে উঠছে।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপ-উপদেষ্টা জন ফিনার গতকাল বৃহস্পতিবার এসব কথা বলেছেন।

একসময় ওয়াশিংটন ও ইসলামাবাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ২০২১ সালে পাকিস্তানের প্রতিবেশী আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হয়। এরপর ওয়াশিংটন-ইসলামাবাদের মধ্যকার সম্পর্ক কতটা অবনতি হয়েছে, তা ইঙ্গিত দেয় জন ফিনারের এমন কথা।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী