দ্যা নিউ ভিশন

এপ্রিল ১০, ২০২৫ ১৯:০০

ইয়েমেনে ব্যাপক হামলা ইসরায়েলের

ইসরায়েলি বিমান হামলায় জ্বলছে জ্বালানি অবকাঠামো। গতকাল ইয়েমেনের রাজধানী সানায়

ইয়েমেনের রাজধানী সানা ও বন্দরনগরীতে বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনায় হামলা চালানো হয়।

ইসরায়েলের ওপর আরও হামলা চালাতে হুতিদের প্রতি আহ্বান জানিয়েছে হামাস।

ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীর, লেবানন ও সিরিয়ার পর এবার মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইয়েমেনে বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে নয়জন নিহত হয়েছেন বলে ইয়েমেনের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। জবাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে হুতি।

গতকাল বৃহস্পতিবার ভোরের দিকে ইয়েমেনের ‘সামরিক স্থাপনায়’ হামলা চালানোর কথা জানায় ইসরায়েলি সামরিক বাহিনী। হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরিপ্রেক্ষিতে এ হামলা চালানো হয়েছে বলে দাবি ইসরায়েলের।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী