দ্যা নিউ ভিশন

এপ্রিল ৪, ২০২৫ ১৫:৪৮

গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০,৮১৯

ছবি: সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ৪০,৮১৯ জনে পৌঁছেছে, জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয়টি গাজায় বর্বর ইসরাইলি হামলার ফলে নিহত ও আহত ফিলিস্তিনিদের সর্বশেষ পরিসংখ্যান জানিয়েছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় এ বিপুল সংখ্যক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া, হামলায় আহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ৯৪,২৯১ জনে দাঁড়িয়েছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনী গাজা উপত্যকায় তিনটি গণহত্যা ও হত্যাকাণ্ড সংঘটিত করেছে। সাম্প্রতিক হামলায় ৩৩ জন ফিলিস্তিনি নিহত এবং ৬৭ জন আহত হয়েছেন। কিছু নিহত ও আহত ব্যক্তিরা এখনও ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় আটকা পড়ে আছেন এবং দখলদাররা তাদের উদ্ধার ও সাহায্য করতে বাধা দিচ্ছে।

এই পরিস্থিতি গাজা উপত্যকায় মানবিক সংকটকে আরও তীব্র করে তুলছে, যেখানে ফিলিস্তিনিরা প্রতিনিয়ত সহিংসতা ও নিপীড়নের শিকার হচ্ছেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী