দ্যা নিউ ভিশন

এপ্রিল ১৮, ২০২৫ ১১:০৭

গাজায় স্কুলে হামলায় ২০ জন নিহত

ইসরায়েলি হামলায় তছনছ হয়ে গেছে শরণার্থী শিবির। ১৫ ডিসেম্বর গাজায়

ফিলিস্তিনের গাজার উত্তরাঞ্চলে একটি বিদ্যালয়ে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। আজ রোববার বেইত হানুন এলাকার খালিল ওবেইদা স্কুলে এ হামলা চালানো হয়। এতে বেশ কয়েকজন আহত হন। নিহত ব্যক্তিদের মধ্যে দুই শিশুসহ একই পরিবারের চারজন রয়েছেন।

স্কুলটিতে তাঁদের আশ্রয় নেওয়া কক্ষে সরাসরি ট্যাংকের গোলা আঘাত হানে। এ ছাড়া গাজা নগরীতে বাসাবাড়িতে পৃথক তিনটি হামলায় আরও ১১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানিয়েছে, আগের ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৪৬ জন নিহত হয়েছেন। এ নিয়ে গাজায় ১৪ মাস ধরে চলা যুদ্ধে ইসরায়েলি হামলায় ৪৪ হাজার ৯৭৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ৬ হাজার ৭৫৯ জন।

এ ছাড়া জিম্মিদের মুক্ত করে আনতে দ্রুত চুক্তির দাবিতে গত শনিবার ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ হয়েছে। গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে সাম্প্রতিক সপ্তাহগুলোয় যুক্তরাষ্ট্র, কাতার ও মিসরের মধ্যস্থতায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ধরনের সমঝোতা হয়নি।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী