দ্যা নিউ ভিশন

এপ্রিল ১৯, ২০২৫ ০৯:২২

আমরা বাংলাদেশের ওপর নির্ভরশীল নই, তারা নির্ভরশীল: বিজেপি নেতা শুভেন্দু

ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী

ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, ‘আমরা বাংলাদেশের ওপর নির্ভরশীল নই। ওরা নির্ভরশীল। জানুয়ারির তৃতীয় সপ্তাহের পর বিশ্বরাজনীতির ছবি পাল্টে যাবে।’

গতকাল মঙ্গলবার বিশ্ব মানবাধিকার দিবসে পশ্চিমবঙ্গের বসিরহাট মহকুমার ভারত-বাংলাদেশের ঘোজাডাঙ্গা স্থলবন্দরে সনাতন সমাজ আয়োজিত এক প্রতিবাদ সভায় শুভেন্দু অধিকারী এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশে হিন্দুদের নির্যাতন করে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। এই নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হয়েছে এদেশের মানুষ।

ঘোজাডাঙ্গা স্থলবন্দরের প্রধান সড়ক অবরোধ করে এ সমাবেশ করেন শুভেন্দু অধিকারী। এ কারণ গতকাল টানা পাঁচ ঘণ্টা বন্ধ ছিল বাংলাদেশের সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর।

এদিকে কলকাতার শ্যামবাজারের পাঁচমাথার মোড়ে বাঙালি হিন্দু সুরক্ষা সমিতির ডাকে গতকাল দুপুর থেকে অবস্থান ধর্মঘট করেন সনাতনীরা। তাঁরা অবিলম্বে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু হিন্দু নির্যাতন বন্ধ করে সম্প্রীতির বাতাবরণ তৈরির দাবি জানান।

অপর দিকে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বন্ধের দাবিতে গতকাল প্রতিবাদ সমাবেশ করেছে কলকাতার কেস্টপুরে ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থকেরা।

এদিকে শান্তিতে নোবেলজয়ী শিশু অধিকারকর্মী কৈলাশ সত্যার্থী বলেছেন, ‘বাংলাদেশে আজ মানবাধিকারের এই বিপর্যয়ে আমি হতাশ। বাংলাদেশে যেন মানবাধিকার বন্দী করা হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি নেই। অবিলম্বে বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হোক।’

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী