দ্যা নিউ ভিশন

এপ্রিল ৫, ২০২৫ ০৪:৪৭

বাংলাদেশি ক্রেতা না পেয়ে কমেছে ৫০ শতাংশ ব্যবসা, সংগঠন গড়লেন কলকাতার ব্যবসায়ীরা

কলকাতার মার্কুইস স্ট্রিট

বাংলাদেশ থেকে ক্রেতা না আসতে পারায় ৫০ শতাংশ ব্যবসা কমে গেছে বলে দাবি করেছেন মধ্য কলকাতা ধর্মতলা এবং নিউমার্কেট এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীরা। এমন পরিস্থিতিতে আজ শনিবার একটি সংগঠন গড়েছেন তাঁরা। এই সংগঠনের নাম দেওয়া হয়েছে ‘ফ্রি স্কুল স্ট্রিট অ্যান্ড মার্কুইস স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটি।’

সংগঠনের যুগ্ম সম্পাদক মনোতোষ সরকার আজ প্রথম আলোকে বলেন, বাংলাদেশ থেকে ক্রেতা আসা বন্ধ হওয়ার পর বিভিন্ন ধরনের ক্ষুদ্র ব্যবসায়ীদের কেনাবেচা অনেকটাই কমেছে। এর মধ্যে রয়েছে মুদ্রা বিনিময় ব্যবসা, হোটেল ব্যবসা ও পরিবহন ব্যবসা। মধ্য কলকাতার ফ্রি স্কুল স্ট্রিট, মার্কুইস স্ট্রিট এবং এ–সংলগ্ন এলাকাগুলোয় এসব ব্যবসা পরিচালনা করা হয়।

মনোতোষ সরকার আরও বলেন, বাংলাদেশ থেকে ক্ষুদ্র ব্যবসায়ী ও ক্রেতারা এ এলাকায় এসে হোটেলে ওঠেন, পরিবহন ব্যবহার করেন। এখন তাঁরা আসতে না পারায় একেকটি ব্যবসা একেক রকমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের ক্ষতিগ্রস্ত হওয়ার চরিত্র ও ক্ষতির হার আলাদা। আনুমানিকভাবে বলা যায়, মোটামুটি ৫০ শতাংশ ব্যবসা কমেছে।

হোটেল ব্যবসার বিষয়ে মনোতোষ সরকার বলেন, বড়দিন ও নতুন বছরে নিউমার্কেট ও পার্ক স্ট্রিট এলাকায় সারা ভারত থেকে মানুষ আসেন। বাইরের দেশ থেকেও আসেন। এর মধ্যে বেশির ভাগই বাংলাদেশি। এ সময়ে এখানকার হোটেলগুলোয় প্রায় ৯০ শতাংশ কক্ষ বুকিং থাকে। কিন্তু এবার ৫০ শতাংশের বেশি খালি পড়ে আছে। অর্থাৎ বলা যায়, হোটেলে ৪০-৫০ শতাংশ পর্যন্ত ব্যবসা কমেছে।

ভারত ও বাংলাদেশের মধ্যে আসন্ন পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকের দিকে ইঙ্গিত করে মনোতোষ সরকার বলেন, ‘এই যে ধারাবাহিকভাবে ব্যবসা কমছে, এটা অত্যন্ত উদ্বেগের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমরা পররাষ্ট্রসচিবদের বৈঠকের ওপর নজর রাখব। আশা করি, সেই বৈঠক ইতিবাচক হবে। তারপর আমরা রাজ্য ও কেন্দ্র সরকারের সঙ্গে আমাদের সমস্যা নিয়ে কথা বলার চেষ্টা করব।’

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী