দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৮, ২০২৪ ১৭:২৬

ইউক্রেনের মন্ত্রীর দাবি, রাশিয়া দেশের জ্বালানি খাতের উপর বড় ধরনের হামলা চালিয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষের হিসাব অনুসারে, সাম্প্রতিক দিনগুলোতে ইউক্রেনে ১ হাজার ৫০০টির মতো বিমান হামলা চালিয়েছে রাশিয়ারয়টার্স ফাইল ছবি

রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে, যার ফলে বিভিন্ন শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইউক্রেনের জ্বালানিমন্ত্রী হারমান হালুশচেঙ্কো এই দাবি করেছেন।

ফেসবুকে এক পোস্টে তিনি বলেন, ইউক্রেনজুড়ে জ্বালানিকেন্দ্রগুলোতে হামলা করা হয়েছে, যার কারণে বিদ্যুৎ সরবরাহে বিভ্রাট সৃষ্টি হয়েছে।

আজ বৃহস্পতিবার ভোরে, ইউক্রেনের বিমানবাহিনী দেশের বিভিন্ন অঞ্চলে বিমান হামলার সতর্কতা জারি করেছে, কারণ ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে রাশিয়া ইউক্রেনে প্রায় ১,৫০০ বিমান হামলা চালিয়েছে, যার ফলে দেশটির অর্ধেক অঞ্চলে আঘাত হেনেছে।

ইউক্রেনের বিমানবাহিনী আরো রকেট হামলার আশঙ্কা করছে এবং সতর্কতা জারি করেছে, বিশেষ করে রিভনে, ভিনিৎসিয়া, ক্রোপিভিনৎস্কি, বাল্টা এবং মিকোলাইভসহ বিভিন্ন এলাকায়।

খারকিভের মেয়র ইগর তেরেখোভ জানান, শহরের বেসামরিক এলাকায় গোলাবর্ষণ করা হয়েছে। লুৎস্কের মেয়র ইহর পোলিশচুকও জানান, কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

স্থানীয় সংবাদমাধ্যম জেরকালো তিঝনিয়া জানিয়েছে, গুরুত্বপূর্ণ বন্দর শহর ওদেসাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

আঞ্চলিক গভর্নর ওলেগ কিপার স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে অবস্থান নেওয়ার পরামর্শ দিয়েছেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ব্রিটিশ কাউন্সিলের আয়োজনে ‘গেটওয়ে টু ইউকে এডুকেশন ২০২৪ সিম্পোজিয়াম’ অনুষ্ঠিত

ব্রিটিশ কাউন্সিল সম্প্রতি রাজধানীর ফুলার রোডের ব্রিটিশ কাউন্সিল মিলনায়তনে ‘গেটওয়ে