দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৮, ২০২৪ ১৭:৪৯

সাত সন্তানের সঙ্গে ঘুমিয়ে থাকা অবস্থাতেই মার্কিন হবু প্রতিরক্ষামন্ত্রী পান হামলার হুমকির খবর।

পিট হেগসেথছবি: এএফপি

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার অপেক্ষায় থাকা পিট হেগসেথ গতকাল বুধবার সন্ধ্যায় জানিয়েছেন, তাঁর পরিবারকে লক্ষ্য করে পাইপ বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, “আজ সকালে পুলিশ আমাদের বাড়িতে এসে জানায়, আমাদের ওপর পাইপ বোমা হামলার সম্ভাবনা রয়েছে। আমাদের সাত সন্তান তখনও ঘুমাচ্ছিল। তবে বর্তমানে আমরা সবাই নিরাপদ আছি এবং হুমকিটি সুরক্ষিত করা হয়েছে।”

এটি শুধুমাত্র পিট হেগসেথের জন্যই নয়, বরং যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে নিয়োগ পাওয়া অন্যান্য নেতাদের জন্যও উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্পের প্রশাসনের সদস্যরা চলতি সপ্তাহে বোমা হামলা সহ বিভিন্ন ধরনের হুমকি পেয়ে থাকেন। ট্রাম্পের ক্ষমতা হস্তান্তর তদারকি দলের মুখপাত্র ক্যারোলাইন লেভেট এক বিবৃতিতে জানিয়েছেন, এসব হুমকি মঙ্গলবার রাতে এবং বুধবার সকালে আসে।

এফবিআই জানিয়েছে, তারা মনোনীত ব্যক্তিদের বিরুদ্ধে হুমকির ব্যাপারে তথ্য পেয়েছে, এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া বেশ কয়েকটি মিথ্যা অভিযোগ বা সোয়াটিং (ভুয়া হামলার অভিযোগ) তথ্যও পাওয়া গেছে, যা বিশিষ্ট ব্যক্তিদের হয়রানির উদ্দেশ্যে চালানো হয়েছে।

হুমকি পাওয়া নেতাদের মধ্যে রয়েছেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হতে যাওয়া এলিস স্টেফানিক এবং পরিবেশ সুরক্ষা সংস্থার প্রধান হিসেবে নিয়োগ পাওয়ার অপেক্ষায় থাকা লি জেলডিন। এছাড়া সাবেক কংগ্রেস সদস্য ম্যাট গেটজের পরিবারের সদস্যদেরও হামলার হুমকি দেওয়া হয়েছে।

হোয়াইট হাউসের এক মুখপাত্র বলেন, প্রেসিডেন্ট জো বাইডেন এবং তাঁর প্রশাসন রাজনৈতিক সহিংসতার হুমকির বিষয়ে দৃঢ়ভাবে নিন্দা জানিয়েছেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ব্রিটিশ কাউন্সিলের আয়োজনে ‘গেটওয়ে টু ইউকে এডুকেশন ২০২৪ সিম্পোজিয়াম’ অনুষ্ঠিত

ব্রিটিশ কাউন্সিল সম্প্রতি রাজধানীর ফুলার রোডের ব্রিটিশ কাউন্সিল মিলনায়তনে ‘গেটওয়ে