দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৭, ২০২৪ ১৭:৩৬

মণিপুরে ভারতীয় সেনাবাহিনীর এক ঠিকাদার নিখোঁজ, পশ্চিম ইম্ফলে আবারও উত্তেজনা

ভারতের মণিপুরে সতর্ক অবস্থায় ভারতীয় সেনাবাহিনীফাইল ছবি রয়টার্স

ভারতের মণিপুর রাজ্যে সেনাবাহিনীর একজন ঠিকাদার ২৪ ঘণ্টা ধরে নিখোঁজ, যার ফলে পশ্চিম ইম্ফল জেলায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। নিখোঁজ ব্যক্তি ৫৬ বছর বয়সী লাইসরাম কমল বাবু, যিনি মেইতেই সম্প্রদায়ের সদস্য এবং ভারতীয় সেনাবাহিনীর ৫৭ মাউন্টেন ডিভিশনের একটি শিবিরে ঠিকাদার হিসেবে কাজ করছিলেন।

লাইসরামের পরিবার জানিয়েছে, গত ৪৮ ঘণ্টা ধরে তাঁর ফোন বন্ধ রয়েছে এবং তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সেনাবাহিনীর শিবিরটি লেইমাখং এলাকায় অবস্থিত, যা মণিপুরের মধ্য ও দক্ষিণ অংশের দুটি জেলার সীমান্তে রয়েছে। একটি জেলা পশ্চিম ইম্ফল, যেটি মেইতেই–অধ্যুষিত, এবং অন্যটি কুকি–অধ্যুষিত কংপোকপি। পরিবারের সদস্যরা ধারণা করছেন, তিনি কুকি সম্প্রদায়ের সদস্যদের হাতে বন্দী হয়েছেন।

এ কারণেই পশ্চিম ইম্ফলে উত্তেজনা বৃদ্ধি পেয়ে নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে, যা মঙ্গলবারের পর আজ বুধবারও চলেছে।

সেনাবাহিনী, পুলিশ এবং আধা সামরিক বাহিনী ইতিমধ্যে লাইসরামকে খুঁজে বের করার জন্য যৌথ অভিযান শুরু করেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গত সোমবার দুপুরে তাঁকে শেষ দেখা গিয়েছিল।

মণিপুরে অক্টোবর ও নভেম্বরে সহিংসতায় অন্তত ২০ জন নিহত হওয়ার পর পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। রাজ্যের এমএলএরা এ জন্য মুখ্যমন্ত্রী বীরেন সিংকে দায়ী করছেন, তবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এখনও তাঁর ওপর আস্থা রেখেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখনও মণিপুর সফর করেননি। গত মে মাস থেকে চলা জাতিগত সহিংসতায় এখন পর্যন্ত অন্তত আড়াইশো মানুষ নিহত এবং ৫০ হাজারের বেশি মানুষ গৃহহীন হয়েছেন।

এই পরিস্থিতি আরও অবনতি হয়েছে ভারতের সেনাবাহিনীর সঙ্গে যুক্ত এক ঠিকাদার নিখোঁজ হওয়ার ঘটনায়। সেনাবাহিনী ইতিমধ্যে দুই হাজার সদস্যকে মাঠে নামিয়েছে লাইসরামকে খুঁজে বের করার জন্য।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

আইনজীবী হত্যায় আটক ছয়জনকে ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করা হয়েছে: প্রধান উপদেষ্টার কার্যালয়

চট্টগ্রামে সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) সাইফুল ইসলাম হত্যার ঘটনায় সন্দেহভাজন