পাকিস্তানের বিরোধী দলীয় নেতা ইমরান খানের স্ত্রী বুশরা বিবি ইসলামাবাদের ডি-চক এলাকায় বিক্ষোভ করার জন্য একনিষ্ঠভাবে অবস্থান নিয়েছেন। তাঁর অনড় অবস্থানের কারণে ডি-চকের পরিবর্তে সাংজানি এলাকায় বিক্ষোভ করার পরিকল্পনা ভেস্তে গেছে। এ সম্পর্কে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বিক্ষোভস্থল পরিবর্তন করতে বুশরা বিবির সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর এবং পিটিআই নেতা ওমর আইয়ুব।
এছাড়া, বুশরা নিজেই ইসলামাবাদ অভিমুখী জনস্রোতে যোগ দিয়েছেন। জানা গেছে, বুশরার গাড়িতে গিয়ে বিক্ষোভস্থল বদলানোর জন্য তাঁকে রাজি করানোর চেষ্টা করেছিলেন আলী আমিন গান্দাপুর ও ওমর আইয়ুব, কিন্তু তিনি রাজি হননি। বুশরা বিবি ঘোষণা দিয়েছেন যে, সরকারের বাধা সত্ত্বেও তিনি ইসলামাবাদের সুরক্ষিত ডি-চক এলাকাতেই বিক্ষোভ করতে চান।
সূত্রে আরও বলা হয়েছে, পিটিআই নেতারা ইসলামাবাদে বিক্ষোভস্থল বদলাতে সম্মতি দিয়েছিলেন এবং এমনকি বুশরার স্বামী ইমরান খানও এতে সম্মতি দিয়েছিলেন। তবে বুশরার আপসহীনতায় এই উদ্যোগটি সফল হয়নি এবং তিনি পিটিআই সমর্থকদের ডি-চক এলাকার দিকে এগিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছেন।
এর আগে বুশরা বিবি বলেছিলেন, “খানকে (ইমরান খান) ফিরিয়ে নিয়ে যেতে আমরা এখানে এসেছি। ইমরান খানকে নিয়েই ফিরব।” ইমরান খানের মুক্তি এবং সরকারের পদত্যাগের দাবিতে পিটিআইয়ের ডাকা বিক্ষোভে ইসলামাবাদ উত্তাল হয়ে উঠেছে।
এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে, যার ফলে পাঁচ পার্লামেন্ট সদস্যসহ প্রায় চার হাজার পিটিআই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ইসলামাবাদে সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে, ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের সমাবেশ। নিরাপত্তার জন্য সংবিধানের ২৪৫ ধারা অনুযায়ী সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
বিক্ষোভের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসলামাবাদের ‘রেড জোনে’ প্রবেশ করলে ইমরান খানের সমর্থকদের গ্রেপ্তার করা হবে।