আপনি কত টাকায় একটি পাকা কলা কিনবেন? ১০, ২০, ৫০ বা ১০০ টাকায়? কিন্তু নিউইয়র্কে একটি হলুদ পাকা কলা ১০ লাখ মার্কিন ডলারেরও বেশি দামে বিক্রি হতে চলেছে! টাকায় যার মূল্য প্রায় ১২ কোটি টাকার কাছাকাছি।
এটি একটি শিল্পকর্ম—কলাটি সাদা দেয়ালে রুপালি টেপ দিয়ে সেঁটে রাখা হয়েছে। নাম দেওয়া হয়েছে *”কমেডিয়ান”* এবং এটি ইতালিয়ান শিল্পী মাউরিজিও কাতেলান তৈরি করেছেন।
এই কলা শিল্পকর্মটি প্রথম প্রদর্শিত হয়েছিল ২০১৯ সালে আর্ট ব্যাসেল মিয়ামি বিচ ফেয়ারে। সেবার, এক শিল্পী ঐ কলাটি দেয়াল থেকে খুলে খেয়ে ফেলেন, এবং সেখান থেকে শুরু হয় হাস্যরস। এর পরই কলাটিকে পুনরায় দেয়ালে সেঁটে দেওয়া হয়। দর্শনার্থীরা এরপর সে শিল্পকর্মের সামনে সেলফি তুলতে ভিড় করেন, এবং কিছুদিন পর প্রদর্শনীর স্থান থেকে তা সরিয়ে নেওয়া হয়।
এরপর, এই কলা শিল্পকর্মের তিনটি সংস্করণ ১ লাখ ২০ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার ডলারে বিক্রি হয়।
এখন, সদবির নিলামে এটি ১০ লাখ থেকে ১৫ লাখ ডলারের মধ্যে বিক্রি হতে পারে বলে আশা করা হচ্ছে। তবে, এই কলাটি মিয়ামি প্রদর্শনীতে দেখানো কলা নয়, কারণ সেগুলো আগেই নষ্ট হয়ে গেছে। সদবির নিলামে উঠবে নতুন কলা, যা নিয়মিতভাবে পরিবর্তন করা হয় এবং দেয়ালে সেঁটেও রাখা হয় টেপ।
২০ নভেম্বর অনুষ্ঠিত হবে সদবির এই নিলাম।