দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৪, ২০২৪ ২০:০৯

ব্রাজিলের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে চান চীনা প্রেসিডেন্ট

চীনের প্রেসিডেন্ট সি চিন পিংফাইল ছবি: রয়টার্স

ব্রাজিলের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চান চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। রাষ্ট্রীয় সফরে গতকাল রোববার তিনি ব্রাজিলে পৌঁছেছেন এবং সেখানে তিনি জি-২০ সম্মেলনে অংশ নেবেন।

ব্রাজিলের রিও ডি জেনিরোতে আজ সোমবার শুরু হচ্ছে দুই দিনের জি-২০ সম্মেলন, যেখানে জোটের অন্যান্য দেশের নেতারা উপস্থিত রয়েছেন।

সফরের সময়ে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে বৈঠক করবেন। তিনি আগামী বৃহস্পতিবার পর্যন্ত ব্রাজিলে অবস্থান করবেন।

সির এই সফরের বিষয়ে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, এটি দুই দেশের কৌশলগত বিশ্বাস আরও শক্তিশালী করবে এবং বিভিন্ন খাতে সহযোগিতা ও বিনিময়কে আরও গভীর করবে।

চীন ব্রাজিলের অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার, আর ব্রাজিলও চীনে সেমিকন্ডাক্টর, ফোন, ওষুধ এবং চিকিৎসাসামগ্রী রপ্তানি করে।

গত বছর ব্রাজিলের ক্ষমতায় ফিরে আসেন লুলা। তিনি চীনের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চান, পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গেও সম্পর্কের উন্নতি সাধনের চেষ্টা করছেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ