দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৪, ২০২৪ ২৩:৫৬

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হয়েছে।

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১,২৯৮ জন। এ সময়ে ডেঙ্গুতে মারা গেছেন ছয়জন। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এই তথ্য জানানো হয়েছে। জানানো হয়েছে, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটিতে ২৪২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ২২৬ জন, ঢাকা বিভাগে ২৮২ জন, বরিশালে ৮৩ জন, চট্টগ্রামে ১৯৬ জন, খুলনায় ১৪৬ জন, রাজশাহীতে ৪২ জন, ময়মনসিংহে ৩৮ জন, রংপুরে ৩৬ জন এবং সিলেটে ৭ জন রয়েছেন।

 

চলতি বছরে ডেঙ্গুতে মোট ৪৯,৮৮০ জন আক্রান্ত হয়েছেন এবং মশাবাহিত এই রোগে ২৪৭ জন মারা গেছেন।

 

উল্লেখ্য, গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩,২১,১৭৯ জন, এবং ওই সময়ে মারা যান ১,৭০৫ জন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ