দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৪, ২০২৪ ২২:৫৯

জামানের (ছদ্মনাম) বেল্‌স পলসি: কারণ ও চিকিৎসা

জামান, ২৪ বছর বয়সী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, এক সকালে ঘুম থেকে উঠে বেসিনের আয়নার সামনে দাঁড়িয়ে হতবাক হয়ে যান। তার একদিকে চোখ বন্ধ হচ্ছে না, মুখ বাঁকা হয়ে যাচ্ছে, পানি পান করতে গেলেও মুখ থেকে পড়ে যাচ্ছে। তিনি গাল ফুলাতে বা কপাল কুঁচকাতে পারছেন না। এমন পরিস্থিতিতে নিশ্চয়ই তিনি ভীতসন্ত্রস্ত হয়েছেন। তবে ঘাবড়ানোর কিছু নেই। এই ধরনের সমস্যায় পড়লে বুঝতে হবে আপনার মুখের নার্ভে কোনো সমস্যা হয়েছে, যার ফলে মুখের পেশিগুলো তাদের স্বাভাবিক কার্যক্ষমতা হারিয়েছে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে ফেসিয়াল বা বেল্‌স পলসি বলা হয়।

 

মুখমণ্ডল বিশেষ ধরনের মাংসপেশির দ্বারা গঠিত, যার মাধ্যমে মানুষ মনের ভাব প্রকাশ করতে পারে। এই মাংসপেশিগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য মস্তিষ্ক থেকে ফেসিয়াল নার্ভ (সপ্তম ক্রেনিয়াল নার্ভ) নেমে আসে এবং পাঁচটি ভাগে বিভক্ত হয়ে বিভিন্ন পেশিকে সক্রিয় রাখে। কিন্তু যদি এই নার্ভে কোনো প্রদাহ, প্রতিবন্ধকতা বা আঘাত ঘটে, তবে মুখের পেশিগুলো অকার্যকর হয়ে যায়।

 

### বেল্‌স পলসির কারণ:

 

বেল্‌স পলসির সঠিক কারণ নির্ণয় অনেক সময় কঠিন। তবে কিছু কারণ হলো:

– **ভাইরাল সংক্রমণ:** হারপিস সিমপ্লেক্স, হারপিস জোস্টার, ইপস্টাইন বার ভাইরাস, সাইটোমেগালো ভাইরাস, অ্যাডিনো ভাইরাস, রুবেলা ভাইরাস, মাম্পস ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস।

– **মধ্যকর্ণের ইনফেকশন।**

– **ঠান্ডা বা আঘাতজনিত কারণ।**

– **মস্তিষ্কের স্ট্রোক।**

– **মাথায় আঘাত।**

– **ফেসিয়াল টিউমার।**

 

### উপসর্গ:

 

হঠাৎ করেই কেউ এই রোগে আক্রান্ত হতে পারে। আক্রান্ত হওয়ার আগে মাথাব্যথা বা কানের গোড়ায় ব্যথা অনুভব হতে পারে। এরপর হঠাৎ করে আক্রান্ত পাশের চোখ বন্ধ করতে, কপাল কুঁচকাতে, থুথু ফেলতে, খাবার চিবাতে অসুবিধা হতে পারে এবং মুখ একপাশে বেঁকে যেতে পারে।

 

### চিকিৎসা:

 

যেহেতু এটি স্নায়ুবিক সমস্যা সৃষ্ট মাংসপেশির অচলাবস্থা, তাই এর চিকিৎসার জন্য ফিজিওথেরাপি ও পুনর্বাসন খুব গুরুত্বপূর্ণ। রোগীকে প্রথমে নিউরো বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করতে হবে, তারপর প্রয়োজন হলে স্টেরয়েড ও ভিটামিন গ্রহণ করতে হবে। ফিজিওথেরাপিতে সাধারণত ইলেকট্রিক নার্ভ ইস্টিমুলেশন এবং আল্ট্রা-সাউন্ড থেরাপি ব্যবহার করা হয়। চিকিৎসার অংশ হিসেবে কিছু কার্যকর ব্যায়াম করা যেতে পারে:

1. জোর করে চোখ মারার চেষ্টা।

2. শিস বাজানোর চেষ্টা।

3. ঠোঁট চেপে ধরে গাল ফুলানোর চেষ্টা।

4. কপাল কুঁচকানো।

5. ভ্রু কুঁচকানো।

6. আক্রান্ত গালের সার্কুলেটরি মুভমেন্ট করা।

 

ফিজিওথেরাপি বেল্‌স পলসির কার্যকর চিকিৎসা। সুতরাং, এই বিষয়ে যত্নবান হওয়া জরুরি।

 

লেখক: সহযোগী অধ্যাপক (আইআইএইচএস) ও কনসালটেন্ট, ডিপিআরসি, শ্যামলী, ঢাকা।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ