যে কোনো বয়সের মানুষ নাকের অ্যালার্জিতে আক্রান্ত হতে পারেন। এই অ্যালার্জির ফলে হাঁচি হওয়া সাধারণ একটি উপসর্গ, যা কখনো কখনো শ্বাসকষ্টেও রূপ নেয়ার সম্ভাবনা থাকে। চিকিৎসাবিজ্ঞানে নাকের অ্যালার্জিকে অ্যালার্জিক রাইনাইটিস বলা হয়, যা অ্যালার্জিজনিত নাকের প্রদাহ বোঝায়। সাধারণত, অ্যালার্জি সৃষ্টিকারী উপাদানগুলো শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে শ্বাসনালিতে প্রবেশ করলেই অ্যালার্জি সৃষ্টি হয়। এই অ্যালার্জি সৃষ্টিকারী পদার্থগুলোকে অ্যালার্জন বলা হয়।
### অ্যালার্জিক রাইনাইটিসের কারণ
অ্যালার্জির কারণ হিসেবে বিভিন্ন ধরনের অ্যালার্জন দায়ী, যা সাধারণত ঋতু পরিবর্তনের সময় বা বাইরে দেখা যায়। ঘর বা অফিসে জমে থাকা পুরনো ধুলাবালি, পরাগ রেণু, পোষা প্রাণীর পশম বা চুল, এবং বিভিন্ন ধরনের ছত্রাক, ভাইরাস বা ব্যাকটেরিয়াও নাকের অ্যালার্জির সৃষ্টি করতে পারে। কিছু ক্ষেত্রে, বংশগত কারণে এই রোগ দেখা দেয়; যদি পরিবারের অন্য সদস্যদের মধ্যে এটি থাকে, তবে তাদের দেহেও এই রোগ সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে।
আবহাওয়া বা বাতাসের আর্দ্রতার তারতম্যও এই রোগের কারণ হতে পারে। অ্যালার্জিজনিত খাদ্য, যেমন চিংড়ি, ইলিশ মাছ, ডিম, পাকা কলা, গরুর মাংস, বেগুন, এবং দুধ গ্রহণ করলেও অ্যালার্জি হতে পারে। বিশেষভাবে, মাইট হচ্ছে অ্যালার্জির একটি প্রধান কারণ, যা ঘরে জমে থাকা ধুলা এবং বিছানার উপকরণে থাকতে পারে।
### নাকের অ্যালার্জির উপসর্গ
– নাক বন্ধ হওয়া (এক বা দুই নাক)
– নাক থেকে পানি বা পানিজাতীয় পদার্থ নিঃসৃত হওয়া
– অতিরিক্ত হাঁচি হওয়া
– নাকে চুলকানি অনুভব হওয়া
– শ্বাসকষ্ট
– ঘ্রাণশক্তি কমে যাওয়া
– মাথাব্যথা এবং মাথা ঘোরানো
– কাশির উপক্রম
– চোখ চুলকানো বা শরীরে অন্য স্থানে চুলকানি
– শরীরে জ্বর এবং অস্বস্তি অনুভব হওয়া
### চিকিৎসা
অ্যালার্জিতে আক্রান্ত ব্যক্তিদের প্রথমত, অ্যালার্জির প্রকোপ বৃদ্ধিকারী উপাদানগুলো থেকে দূরে থাকার চেষ্টা করা উচিত। চিকিৎসকরা সাধারণত এন্টিহিস্টামিন জাতীয় ওষুধ, সোডিয়াম ক্রোমোগ্লাইকেট, এবং স্টেরয়েড ন্যাজাল স্প্রে দিয়ে থাকেন। নাকের বন্ধভাব সাময়িকভাবে দূর করার জন্য নাকের ড্রপ ব্যবহার করা হয়, তবে হার্টের রোগীদের জন্য জাইলোমেটাজোলিন জাতীয় নাকের ড্রপ ব্যবহার নিষেধ। শিশু এবং গর্ভবতী মহিলাদের জন্য এন্টিহিস্টামিন সেবন করা উচিত নয়। আবহাওয়ার পরিবর্তনের সময় আরও বেশি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।
লেখক: বক্ষ্যব্যাধি বিশেষজ্ঞ, মেডিনোভা, মালিবাগ, ঢাকা।