দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৪:৩৫

একদফা দাবিতে আবারও নার্সদের কর্মবিরতি।

ফের কর্মবিরতি শুরু করেছেন নার্স ও মিডওয়াইফরা। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল থেকে ক্যাডার কর্মকর্তাদের প্রত্যাহার করে যোগ্য ও অভিজ্ঞ নার্সদের পদায়নের দাবিতে তারা এই কর্মবিরতি পালন করছেন। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে ঢাকা মেডিকেলসহ সারা দেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে কর্মবিরতি চলছে। এই কর্মসূচি দুপুর ১টা পর্যন্ত অব্যাহত থাকবে। তবে জরুরি বিভাগ, ডায়ালাইসিস, জরুরি অস্ত্রোপচার, আইসিইউ, পিআইসিইউ, এবং এনআইসিইউ এই কর্মসূচির বাইরে থাকবে।

 

নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ড. শরিফুল ইসলাম বলেন, “গত এক মাস ধরে বিভিন্ন দাবির ওপর আমাদের কর্মসূচি চলছিল। তবে দাবিগুলো মেনে না নেওয়ায় আমরা এক দফা এক দাবিতে কর্মবিরতি শুরু করেছি। এই কর্মবিরতি চলাকালীন স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে সংস্কার পরিষদের তিনজন প্রতিনিধি আলোচনা করেন, যেখানে ফলপ্রসূ আলোচনা হয় এবং উপদেষ্টা আমাদের দাবির প্রতি সহমত প্রকাশ করেন। এক দফা দাবি বাস্তবায়নের পূর্ণ আশ্বাস দেওয়ার ফলে পূর্বঘোষিত কর্মবিরতি সাময়িক স্থগিত করা হয়েছিল। কিন্তু গত ৬ অক্টোবর স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষ দুই নার্সিং কর্মকর্তাকে পূর্ণ দায়িত্বের পরিবর্তে অতিরিক্ত দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করে, যা আমাদের এক দফা এক দাবির পরিপন্থি।”

 

এর আগে, সোমবার চট্টগ্রাম নার্সিং কলেজ অডিটরিয়ামে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দুই দিনের কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

 

নার্সরা ৯ সেপ্টেম্বর থেকে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক, কাউন্সিলের প্রেসিডেন্ট এবং রেজিস্ট্রার পদে যোগ্য ও অভিজ্ঞ নার্সদের পদায়নের দাবিতে কর্মসূচি পালন করে আসছেন। তারা ৩০ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর সারাদেশে ৩ ঘণ্টার কর্মবিরতি পালন করেন। পরে স্বাস্থ্য উপদেষ্টা দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দিলে ১ অক্টোবর সন্ধ্যায় কর্মসূচি স্থগিত করা হয়।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট