দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০২:৩৪

এক মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা তিনগুণেরও বেশি বেড়েছে।

গত এক মাসে সারাদেশে মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে, এবং হাসপাতালগুলোতে রোগীর চাপ কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যে, এই ডেঙ্গুর প্রকোপ এ বছর ডিসেম্বর পর্যন্ত চলতে পারে।

 

১ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বিশ্লেষণ করে দেখা গেছে, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ২৩৬৬ জন রোগী ভর্তি হলেও সেপ্টেম্বরের চতুর্থ সপ্তাহে তা বেড়ে ৫৪৫৭ জনে দাঁড়িয়েছে। একই সময়ে ২৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ভর্তি রোগীর সংখ্যা ৫৫৫৬ জন।

 

৪ অক্টোবর পর্যন্ত সারাদেশে মোট ৩৪ হাজার ৪৩৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চতুর্থ সর্বোচ্চ। ঢাকা শিশু হাসপাতালের ডেঙ্গু কর্নারে শিশুদের ভর্তি সংখ্যা বেড়ে ৩৭টি হয়েছে, এবং হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধি করা হয়েছে।

 

ঢাকা সিটি করপোরেশন ডেঙ্গু প্রতিরোধে নানা কার্যক্রম গ্রহণ করলেও, মশার লার্ভা পাওয়ার ঘটনা প্রতিনিয়ত ঘটছে। ঢাকায় এডিস মশার ঘনত্ব উদ্বেগজনক মাত্রায় বৃদ্ধি পেয়েছে, যা গত কয়েক বছরে ডেঙ্গুর মৃত্যুর সংখ্যা বাড়িয়ে দিয়েছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট