স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম জানিয়েছেন, স্বাস্থ্য খাতে এখনও অনেক সমস্যা বিদ্যমান, তবে সকলের সহযোগিতা পেলে এই খাতকে পুনর্গঠন করা সম্ভব। তিনি বলেন, আমাদের সবাইকে স্বাস্থ্যসেবার বিষয়ে আরও সচেতন হতে হবে। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদীর শিবপুর উপজেলার মুনসেফেরচর কমিউনিটি ক্লিনিক পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্য উপদেষ্টা আরও বলেন, অল্প বয়সে মেয়েদের বাল্যবিবাহ দিলে তা শুধুমাত্র স্বাস্থ্য ঝুঁকিই নয়, বরং আরও নানা সমস্যার সৃষ্টি করে। গণমাধ্যমসহ সমাজের সকলকেই বাল্যবিবাহ রোধে সচেতনতা তৈরি করতে হবে।
দেশের বিভিন্ন হাসপাতালে ডাক্তার সংকটের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, এসব সমস্যার সমাধান ধীরে ধীরে করা হবে। এছাড়া, তিনি হাসপাতালগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন। এর আগে, তিনি শিলমান্দি পরিবারকল্যাণ কেন্দ্র, নরসিংদী সদর হাসপাতাল, ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল ও মুনসেফেরচর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. সৈয়দ মো. আমিরুল হক, নরসিংদী পরিবার পরিকল্পনা উপ-পরিচালক নিয়াজুর রহমান, নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক মিজানুর রহমান, শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. সজীব, নরসিংদী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু কাউছার সুমন, শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মোসতানশির বিল্লাহ এবং শিবপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা চয়ন বালা সহ অন্যান্য কর্মকর্তারা।