দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৩:৪৯

বিজ্ঞানীরা ৫০ বছরের গবেষণার পর নতুন একটি রক্তের গ্রুপ আবিষ্কার করেছেন।

যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) বিজ্ঞানীরা একটি নতুন রক্তের গ্রুপ আবিষ্কার করেছেন, যা বিশ্বজুড়ে হাজার হাজার মানুষের জীবন রক্ষা করতে পারে। এই আবিষ্কার ৫০ বছরের পুরনো রহস্যের সমাধান করেছে।

বিবিসির প্রতিবেদনে জানা যায়, দক্ষিণ গ্লুচেস্টারশায়ারের এনএইচএস ব্লাড অ্যান্ড ট্রান্সপ্লান্ট (এনএইচএসবিটি) বিজ্ঞানীদের একটি দল ‘এমএএল’ নামের রক্তের গ্রুপ শনাক্ত করেছে। তারা ১৯৭২ সালে আবিষ্কৃত ‘AnWj’ রক্তের গ্রুপ অ্যান্টিজেনের জেনেটিক পটভূমি নির্ধারণ করেছে, যা নতুন পরীক্ষার আগে অজানা ছিল।

 

সিনিয়র গবেষণা বিজ্ঞানী লুইস টিলি বলেন, এই আবিষ্কার বিরল রোগীদের চিকিৎসায় উন্নতি করবে। তিনি উল্লেখ করেন, বিশ্বের প্রায় ৪০০ রোগীর জন্য এনএইচএসবিটি হচ্ছে শেষ অবলম্বন। টিলি জানান, এই আবিষ্কার থ্যালাসিমিয়া এবং রক্তের ক্যানসারে ভোগা রোগীদের পাশাপাশি বিরল অসুখে আক্রান্তদের জন্যও আরও ভালো চিকিৎসা নিশ্চিত করবে।

 

সব মানুষের লোহিত রক্তকণিকার বাইরে অ্যান্টিজেন নামে প্রোটিন থাকে, তবে কিছু মানুষের মধ্যে এর ঘাটতি দেখা দিতে পারে। এনএইচএসবিটি-এর আন্তর্জাতিক ব্লাড গ্রুপ রেফারেন্স ল্যাবরেটরি এই প্রথম একটি পরীক্ষা করেছে, যা এই অ্যান্টিজেন ঘাটতি থাকা রোগীদের সঠিকভাবে শনাক্ত করতে সক্ষম। ল্যাবরেটরির প্রধান নিকোল থর্নটন বলেন, ‘এএনডব্লিউজে-র জেনেটিক ভিত্তি এতদিন রহস্যময় ছিল। এখন তা জানা গেলে রক্তের শ্রেণিবিভাগ ও রক্তদান প্রক্রিয়া সহজতর এবং নিরাপদ হবে, যা অস্থিমজ্জা প্রতিস্থাপন ও অটোইমিউন রোগের চিকিৎসায় সহায়ক হবে।’

 

সূত্র: সায়েন্স এলার্ট

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট