দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০০:৫২

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশনা প্রদান করা হলো।

সারা দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি ঘটছে, প্রতিদিন আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। এই অবস্থায় স্বাস্থ্য অধিদপ্তর সব সরকারি ও বেসরকারি হাসপাতালকে ডেঙ্গু নিয়ন্ত্রণে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশনা দিয়েছে। নতুন করে ৮৮৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি বছরে একদিনের সর্বোচ্চ।

 

**ডেঙ্গু প্রতিরোধে ১৫ দফা নির্দেশনা**

স্বাস্থ্য অধিদপ্তর ১৫ দফা নির্দেশনা জারি করেছে। এতে উল্লেখ করা হয়েছে:

 

1. হাসপাতালের বহির্বিভাগে ফিভার ক্লিনিক স্থাপন করতে হবে।

2. ডেঙ্গু পরীক্ষার জন্য পর্যাপ্ত কিট মজুত রাখতে হবে।

3. সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীদের ভর্তি এবং স্থানান্তরের ব্যবস্থা রাখতে হবে।

4. ডেঙ্গু ডেডিকেটেড ওয়ার্ড প্রতিষ্ঠা করতে হবে।

5. চিকিৎসার জন্য প্রশিক্ষিত মেডিকেল টিম প্রস্তুত রাখতে হবে।

6. আইভ ফ্লুইডের ব্যবস্থা করতে হবে।

7. ওষুধ ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে।

8. প্লাটিলেট কনসেনট্রেট প্রয়োজনমতো সংগ্রহ করতে হবে।

9. মশারির ব্যবস্থা রাখতে হবে।

10. ডেথ রিভিউ কমিটির প্রতিবেদন ৭ দিনের মধ্যে পাঠাতে হবে।

11. ডেঙ্গু কন্ট্রোল রুমে রোগীর তথ্য পাঠাতে হবে।

12. পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।

 

ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে একটি সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে জরিপ পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে দেশে ২,৭০৬ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছেন, এবং চলতি বছর ডেঙ্গুতে ১২২ জনের মৃত্যু হয়েছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট