বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, আওয়ামী লীগ সরকারের গত ১৫ বছরের শাসনে চিকিৎসক সমাজ সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে।
তিনি বলেন, “গত দিনগুলোতে যারা সরকারের দুঃশাসনের সঙ্গে আপস করেছে, তারা যোগ্যতা ও দক্ষতা না থাকা সত্ত্বেও প্রমোশন পেয়েছে এবং স্বাস্থ্য খাতের গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছে। অন্যদিকে, ভালো চিকিৎসকরা গত ২০ বছরে মেডিকেল অফিসার থেকে সহকারী অধ্যাপকও হতে পারেননি।”
সোমবার বিএসএমএমইউ’র বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন সেন্টারে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) আয়োজিত চিকিৎসক সমাবেশে তিনি এসব কথা বলেন।
বুলবুল আরও বলেন, “চিকিৎসক সমাজ সব সময় আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছে। এনডিএফের চিকিৎসকরা বিগত বৈষম্য বিরোধী আন্দোলনে জীবন ঝুঁকি নিয়ে কাজ করেছে। তারা মাঠেও লড়েছে এবং হাসপাতালেও সেবা দিয়েছে, তবুও তাদেরকে বদলি এবং ভয়ভীতি দেখানো হয়েছে।”
তিনি আরও উল্লেখ করেন, আওয়ামী লীগ সরকারের সময়ে চিকিৎসকরা সবসময় অবহেলিত ছিল। শুধুমাত্র বিএনপি-জামায়াতপন্থী হওয়ার কারণে অনেক চিকিৎসককে ১৫-২০ বছরেও পদোন্নতি দেওয়া হয়নি। তিনি দাবি করেন, নতুন স্বাধীনতার প্রেক্ষাপটে বঞ্চনার শিকার চিকিৎসকদের দ্রুত পদোন্নতি দিতে হবে এবং এনডিএফকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
নূরুল ইসলাম বুলবুল বলেন, “আমাদের দায়িত্ব আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আমরা চিকিৎসক বা শ্রমিক যাই হই না কেন, আমাদের সকল কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।”
তিনি আরও বলেন, “পূর্ববর্তী সরকারের সময়ে আমরা অনেক বেশি নির্যাতিত হয়েছি এবং এনডিএফের চিকিৎসকরা কাজের সুযোগ পাননি। আমাদের আগামী দিনের লক্ষ্য হবে আল্লাহর জমিনে আল্লাহর দীন প্রতিষ্ঠা করা।”