দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৭:৪০

ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৪৮৬ জন রোগী শনাক্ত হয়েছেন। রবিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, চলতি মাসের ১৫ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ জনের মৃত্যু হয়েছে এবং এ সময়ের মধ্যে ৬ হাজার ২৩৪ জন রোগী শনাক্ত হয়েছেন। ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট ১০৭ জন ডেঙ্গুতে মারা গেছেন এবং ১৯ হাজার ৭৫ জন আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে এক জনের মৃত্যু হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে এ বছরের সবচেয়ে বেশি ৬১ জন মারা গেছেন। চট্টগ্রাম নগরের বাইরে ১৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০ জন, বরিশালে ১০ জন, খুলনায় ৫ জন, ঢাকার বাইরে ৩ জন, চট্টগ্রাম নগরী এবং ময়মনসিংহে ১ জন করে মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় ঢাকার দক্ষিণ সিটিতে ১৩০ জন এবং উত্তর সিটিতে ১০৩ জন আক্রান্ত হয়েছেন। ঢাকার বাইরে ৭৭ জন, বরিশাল সিটির বাইরে ৪৮ জন, চট্টগ্রাম সিটির বাইরে ৭৯ জন, খুলনায় ৩৯ জন, রাজশাহীতে ৩ জন এবং রংপুরে ৯ জন শনাক্ত হয়েছেন। ময়মনসিংহে কোনো নতুন রোগী শনাক্ত হয়নি।

ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা এবং আক্রান্তের সংখ্যা সময়ের সঙ্গে বাড়ছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট