স্বাস্থ্য অধিদপ্তরের অচলাবস্থা সমাধানে অধ্যাপক ডা. রোবেদ আমিনকে মহাপরিচালকের পদ থেকে অপসারণ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি আদেশে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেনকে নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আবু রায়হান দোলনের স্বাক্ষরিত অফিস আদেশে জানানো হয়েছে যে, অধ্যাপক ডা. নাজমুল হোসেনকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্বও অতিরিক্তভাবে প্রদান করা হয়েছে। এর আগে, ২৮ আগস্ট, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ পারসোনেল-১ শাখার জারি করা প্রজ্ঞাপনে ডা. নাজমুল হোসেনকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।
