দ্যা নিউ ভিশন

এপ্রিল ১২, ২০২৫ ০৫:৫৭

মধ্যরাতে হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মধ্যরাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দিবাগত রাত ২টার দিকে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, “মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ম্যাডামকে রাতে হাসপাতালে আনা হয়েছে। বোর্ড তার বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করেছে এবং রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। খালেদা জিয়াকে কেবিনে রাখা হয়েছে। রাত ১টার দিকে তিনি গুলশানের বাসা থেকে প্রাইভেটকারে রওনা দেন এবং ১টা ৩৫ মিনিটে হাসপাতালে পৌঁছান।”

 

হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড তার চিকিৎসার দায়িত্বে রয়েছে। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস ও কিডনি জটিলতা, আর্থ্রাইটিস, এবং ডায়াবেটিসসহ নানা সমস্যায় ভুগছেন। ২০২৩ সালের ২৭ অক্টোবর তার লিভার সিরোসিসের জন্য রক্তনালিতে অস্ত্রোপচার করা হয়। যুক্তরাষ্ট্র থেকে তিনজন বিশেষজ্ঞ এনে এই অস্ত্রোপচার সম্পন্ন হয়। তার স্বাস্থ্য কিছুটা স্থিতিশীল হলে, পাঁচ মাসের বেশি সময় হাসপাতালে থাকার পর তিনি বাসায় ফিরে আসেন। পরবর্তীতে আবার অসুস্থ হলে চলতি বছরের ২৫ জুন তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়।

 

সবশেষ, গত ৮ জুলাই গভীর রাতে তার অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর সাজা মুক্ত হয়ে ২১ আগস্ট তিনি বাসায় ফেরেন এবং সেখানেই তার চিকিৎসা চলছিল। উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা চলমান রয়েছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী