দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৫:৫০

স্বাস্থ্য খাতের সংস্কার ও উন্নয়নের জন্য ১২ সদস্যের একটি বিশেষজ্ঞ প্যানেল গঠন করা হয়েছে।

দেশের স্বাস্থ্য খাতের প্রয়োজনীয় সংস্কার, চিকিৎসাসেবার গুণগত মানোন্নয়ন এবং স্বাস্থ্য ব্যবস্থার কাঠামো শক্তিশালীকরণের লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় একটি ১২ সদস্যের বিশেষজ্ঞ প্যানেল গঠন করেছে। স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এই প্যানেলের সভাপতি হিসেবে থাকছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. এম এ ফয়েজ এবং সদস্যসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক আব্দুল্লাহ শাফি মজুমদার।

বিশেষজ্ঞ সদস্য হিসেবে প্যানেলে অন্তর্ভুক্ত হয়েছেন সার্ক অ্যাসোসিয়েশন অব এস্থেটিক ডার্মাটোলজির ভাইস প্রেসিডেন্ট এবং এমএইচ শমরিতা মেডিক্যাল কলেজ হাসপাতালের ডার্মাটোলজি বিভাগের অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম।

এছাড়াও, কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. আজাদ খান, বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. সায়েদুর রহমান, আইইডিসিআরের সাবেক পরিচালক অধ্যাপক ডা. মাহমুদুর রহমান, সিনিয়র প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ফেরদৌসি বেগম, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের সাবেক অধ্যাপক ডা. ফিরোজ কাদের, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ডা. সানিয়া তাহমিনা, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পেডিয়াট্রিক বিভাগের অধ্যাপক ডা. শাকিল আহমেদ, সিআইপিআরবি’র ডা. ফজলুর রহমান এবং বিএসএমইউর মেডিসিন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ডা. এম এ জলিল চৌধুরী।

ডা. সরকার মাহবুব আহমেদ শামীম এক প্রতিক্রিয়ায় বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকার দেশের স্বাস্থ্য খাতকে রুগ্ন দশায় রেখে গেছে। আমি আশা করি, আমাকে এই কমিটিতে অন্তর্ভুক্ত করার মাধ্যমে দেশের স্বাস্থ্য খাতের সংস্কার ও গুণগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারব।”

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট