দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৫:৪১

দেশে ডেঙ্গুর পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্থানীয় সরকার উপদেষ্টা

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, দেশে ডেঙ্গু পরিস্থিতি সহনীয় পর্যায়ে রয়েছে। তিনি জানান, গত বছর এই দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭ জন মারা গিয়েছিলেন, তবে আজকের মৃতের সংখ্যা ১ জন। যদিও পরিস্থিতির উন্নতি হয়েছে, তিনি সন্তুষ্ট হওয়ার কোনো সুযোগ নেই উল্লেখ করে বলেন, আমাদের লক্ষ্য হলো ডেঙ্গু আক্রান্ত হয়ে কোনো রোগীও যেন মারা না যায়। রবিবার (৮ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ বিষয়ক জাতীয় কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

 

হাসান আরিফ বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যবস্থা নেয়া হয়েছে এবং চিকিৎসা ও সচেতনতার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। প্রতি শুক্রবার মসজিদ, মন্দিরসহ সব ধর্মীয় উপাসনালয়ে সচেতনতা প্রচারণা চালানো হবে। এছাড়া উন্নত দেশের মতো দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধে গবেষণামূলক কার্যক্রম নেয়া হবে এবং বিভিন্ন সংস্কৃতি কর্মীদের অন্তর্ভুক্ত করা হবে।

 

সংবিধান ও নির্বাচনী ব্যবস্থার বিষয়ে তিনি বলেন, সংবিধান সংস্কার এবং নির্বাচনী ব্যবস্থায় আস্থা ফিরিয়ে আনতে আলোচনা চলছে, তবে এটি কিভাবে হবে তা এখনও নির্ধারিত হয়নি। ছাত্র-জনতার মতামতের ওপর নির্ভর করে সংবিধান পুনর্লিখন, সংশোধন কিংবা বাতিল করা হবে। উপদেষ্টা জানান, সংস্কার ১৫ দিনে সম্পন্ন হবে না এবং নির্বাচনী ব্যবস্থা ভোটারদের কাছে গ্রহণযোগ্য করতে ব্যবস্থা নেয়া হবে। আগামী নির্বাচনের সময়সূচি এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের বিষয়টি ছাত্র-জনতা নির্ধারণ করবে।

 

আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, এক মাসে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। জুলাইয়ের ঘটনায় পুলিশ দলীয়ভাবে নির্দেশ পালন করতে গিয়ে যা ঘটিয়েছে, তা থেকে তারা এখনও বের হতে পারেনি। সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার প্রচেষ্টার কথা তিনি উল্লেখ করেন। সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামানসহ স্থানীয় সরকার বিভাগের আওতাধীন সকল প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট