স্বাস্থ্য খাতে সংস্কারের প্রাথমিক কাজ শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার। দায়িত্ব গ্রহণের পর অবৈধ পদায়ন বাতিল, ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বদলি ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি দিয়ে সংস্কারের সূচনা হয়। এরপর, ৩ সেপ্টেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয় ১২ সদস্যের বিশেষজ্ঞ প্যানেল গঠন করে, যার সভাপতি অধ্যাপক ডা. এম এ ফয়েজ। প্যানেলটি স্বাস্থ্য ব্যবস্থার বিষয়ভিত্তিক সংস্কারের জন্য নীতিনির্ধারণ, চিকিৎসা শিক্ষার উন্নয়ন এবং স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের পরামর্শ দেবে। তড়িঘড়ি না করে পরিকল্পিত সংস্কারের পক্ষে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। অ্যালায়েন্স ফর হেলথ রিফর্মস, বাংলাদেশ (এএইচআরবি) স্বাস্থ্য খাতের প্রয়োজনীয় সংস্কার বিষয়ে রূপরেখা প্রস্তুতের কাজ করছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বেনজির আহমেদ বলেছেন, স্বাস্থ্য খাতের রাজনীতিকরণ ও বাণিজ্যিকরণ বন্ধ করার জন্য বড় ধরনের সংস্কারের প্রয়োজন, যা তাড়াহুড়া না করে সময় নিয়ে করা উচিত।