এখন পর্যন্ত করা প্রধান গবেষণা ও পর্যালোচনাগুলোতে মোবাইল ফোন ব্যবহারের সঙ্গে মস্তিষ্কের ক্যানসার বা অন্যান্য মাথা ও গলার ক্যানসারের সুস্পষ্ট সম্পর্ক পাওয়া যায়নি। সম্প্রতি ‘এনভায়রনমেন্ট ইন্টারন্যাশনাল’ জার্নালে প্রকাশিত একটি নতুন গবেষণায় এই তথ্যই উঠে এসেছে। মোবাইল ফোন থেকে নির্গত রেডিও তরঙ্গের বিকিরণ নিরাপত্তার সীমার মধ্যে রয়েছে, যা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নির্ধারিত। মার্কিন যুক্তরাষ্ট্রের এফসিসি এবং অন্যান্য সংস্থা এই বিকিরণের মাত্রা পর্যবেক্ষণ করে। মোবাইল ফোন থেকে নির্গত রেডিও ফ্রিকোয়েন্সি (আরএফ) বিকিরণ নন-আয়নাইজিং, তাই এটি সরাসরি ডিএনএ’র ক্ষতি করতে সক্ষম নয়। অন্যদিকে, আয়নাইজিং বিকিরণ যেমন এক্স-রে ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে। তবে, মোবাইল ফোন ব্যবহারের দীর্ঘমেয়াদি প্রভাব এখনও গবেষণার বিষয়। বর্তমান প্রমাণ অনুযায়ী, সাধারণ মোবাইল ফোন ব্যবহার ক্যানসারের ঝুঁকির জন্য নিরাপদ বলে ধরা হয়।