দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৩:৪৯

যে রোগে শরীর শক্ত হয়ে যায়

স্টিফ পারসন সিনড্রোম একটি বিরল রোগ, যা সাধারণত প্রতি ১০ লাখ মানুষের মধ্যে মাত্র ১ জনকে প্রভাবিত করে। বিশ্বখ্যাত গায়িকা সেলিন ডিওন এই দুর্লভ রোগে আক্রান্ত বলে শোনা যাচ্ছিল। প্রায় দুই বছর পর প্যারিস অলিম্পিকের উদ্বোধনী আসরে আবার তাকে দেখা গেছে। বর্তমানে ৫৬ বছর বয়সী সেলিন অনেকটাই ভালো আছেন।

 

স্টিফ পারসন সিনড্রোম কী?

 

এই রোগের সাথে অন্যান্য অটোইমিউন রোগ যেমন টাইপ ১ ডায়াবেটিস, থাইরয়েডাইটিস, শ্বেতী বা পারনিসিয়াস অ্যানিমিয়া থাকতে পারে। সাধারণত ২০ থেকে ৫০ বছর বয়সের মধ্যে রোগটি শুরু হয়, এবং নারীরা পুরুষদের তুলনায় ২ থেকে ৩ গুণ বেশি আক্রান্ত হন।

 

রোগের লক্ষণ:

 

– মেরুদণ্ড বাঁকা হয়ে যায় (লর্ডোসিস) এবং পেশিতে টান বা স্পাজম দেখা দেয়।

– হাঁটাচলায় সমস্যা হয়, কিন্তু বুদ্ধি বা চেতনার কোনো ক্ষতি হয় না।

– তিন ধরনের স্টিফ পারসন সিনড্রোম রয়েছে: ক্ল্যাসিক টাইপ, আংশিক টাইপ, এবং প্যারানিওপ্লাস্টিক টাইপ।

 

চিকিৎসা:

 

– সঠিকভাবে শনাক্ত করতে রক্ত ও সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের অ্যান্টিবডি পরীক্ষা করা হয়।

– প্রথম থেকে বেঞ্জোডায়াজেপিন বা ব্যাক্লফেন দিয়ে চিকিৎসা শুরু না হলে বড় অস্থিসন্ধিতে স্থায়ী ক্ষতি হতে পারে।

– ইমিউন সাপ্রেসিভ ওষুধ, শিরায় ইমিউনো গ্লোবিউলিন এবং প্লাজমা এক্সচেঞ্জ চিকিৎসা করা হয়।

– ক্যানসার যুক্ত ক্ষেত্রে টিউমার অপসারণের পর গ্লুকোকর্টিকয়েড চিকিৎসা কিছুটা উন্নতি করতে পারে।

 

ডা. রোজানা রউফ, অ্যাসোসিয়েট কনসালট্যান্ট, স্কয়ার হসপিটাল

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট