দ্যা নিউ ভিশন

এপ্রিল ৪, ২০২৫ ১৫:৩৫

নতুন পরিচালক হিসেবে হৃদরোগ ইনস্টিটিউটে যোগদান করেছেন ডা. ওয়াদুদ চৌধুরী।

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক হিসেবে অধ্যাপক ডা. ওয়াদুদ চৌধুরী নিয়োগ পেয়েছেন। তিনি পূর্বে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. আবু রায়হান দোলন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ডা. ওয়াদুদ চৌধুরীকে এই পদে বদলি/পদায়ন করা হলো এবং তাকে আগামী তিন কর্মদিবসের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায়, পরবর্তী কর্মদিবসে তাকে বর্তমান কর্মস্থল থেকে অব্যাহতি হিসেবে গণ্য করা হবে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী