দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০০:৫৫

অপরিচিত রোগের কারণে নারীদের শরীরের ত্বক ঝুলে যেতে পারে।

লাইপেডিমা একটি কম পরিচিত রোগ, যা অনেক সময় স্থূলতার (ওবেসিটি) সঙ্গে গুলিয়ে ফেলা হয়। এটি মূলত নারীদের মধ্যে দেখা যায় এবং এর একমাত্র চিকিৎসা হিসেবে জীবনযাত্রায় পরিবর্তন আনার পরামর্শ দেওয়া হয়।

 

লাইপেডিমা স্থূলতার চেয়ে অনেক বেশি গুরুতর, এবং শুধু ওজন কমানো দ্বারা এটি চিকিৎসা করা সম্ভব নয়।

 

বর্তমানে, এই রোগের নির্ণয়ের জন্য কোনো নির্ভুল পরীক্ষা নেই। রোগীর চিকিৎসার ইতিহাস, শারীরিক পরীক্ষা, ক্লিনিক্যাল উপসর্গ, এবং শরীরের অন্যান্য উপসর্গের ভিত্তিতে এটি নির্ণয় করতে হয়। যদিও ১৯৪০ সালে প্রথম এই রোগের উল্লেখ পাওয়া যায়, ২০১৮ সাল পর্যন্ত এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার আন্তর্জাতিক রোগ শ্রেণীবিভাগে অন্তর্ভুক্ত হয়নি। সেই বছর স্পেনে প্রথম লাইপেডিমা রোগের নথি তৈরি হয়।

 

প্রথমে ধারণা করা হয়েছিল, এই রোগের কারণে শরীরে তরল জমা হয়, তবে এখন পর্যন্ত এই ধরনের প্রমাণ পাওয়া যায়নি। তাই, ‘লাইপেডিমা’ টার্মটি ‘লিপালজিয়া সিনড্রোম’ নামে রূপান্তরের পরামর্শ দেওয়া হয়েছে।

 

লাইপেডিমার কিছু প্রধান লক্ষণ হলো, টিস্যুর যেকোনো স্থানে স্পর্শ করলে ব্যথা অনুভূত হওয়া। এই রোগ অন্যান্য স্বাস্থ্য সমস্যা, যেমন জয়েন্টের অতিরিক্ত গতিশীলতা, পেশীর শক্তি হ্রাস এবং ঘুমের ব্যাঘাতের সঙ্গেও সম্পর্কিত হতে পারে।

 

হরমোন পরিবর্তন এই রোগের একটি কারণ হতে পারে, বিশেষ করে নারীদের ক্ষেত্রে। বয়ঃসন্ধিকাল, গর্ভাবস্থা, সন্তান জন্ম দেওয়া, এবং মেনোপজের সময় এই রোগের বিকাশ দেখা যায়।

 

লাইপেডিমার চিকিৎসায় অস্ত্রোপচার, যেমন লাইপোসাকশন, বহুল ব্যবহৃত হয়, কিন্তু এর পাশাপাশি ‘বহুমাত্রিক ব্যবস্থাপনা’ প্রণয়ন করা প্রয়োজন। ফিজিওথেরাপি, কমপ্রেশন থেরাপি, ওজন ব্যবস্থাপনা, এবং মনস্তাত্ত্বিক চিকিৎসা এই রোগের চিকিৎসার গুরুত্বপূর্ণ অংশ। পুষ্টিবিদদের পরামর্শে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

 

লাইপেডিমার নির্ণয়ের প্রক্রিয়া জটিল, এবং অনেক চিকিৎসক এখনও এই রোগ সম্পর্কে সচেতন নয়। রোগীদের অভিজ্ঞতা বিনিময় এবং নতুন গবেষণা এই রোগের সঠিক চিকিৎসা ও ব্যবস্থাপনার জন্য অপরিহার্য।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট