দ্যা নিউ ভিশন

এপ্রিল ৩, ২০২৫ ১০:২৫

রাতে খাবার খেয়ে শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ৭০ জন

টঙ্গীতে রাতে খাবার খেয়ে শতাধিক শ্রমিক অসুস্থ
রাতের টিফিন খেয়ে টঙ্গীর বারাকা ফ্যাশন লিমিটেড পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে গেছেন। ৭০ জনকে মেডিকেলে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত ৯ টার দিকে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বারাকা ফ্যাশনে ১১০০ শ্রমিক কাজ করেন।

প্রতিদিনের মতো আজ রাতে কারখানায় কাজ চলমান অবস্থায় রাত ৮টার দিকে টিফিন দেওয়া হয়। এরপর কর্মরত শ্রমিকরা টিফিন খাওয়ার সময়ই বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। আস্তে আস্তে অসুস্থতার সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। পরে অসুস্থ শ্রমিকদের নিকটবর্তী গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর পরিদর্শক মো. ইসমাইল হোসেন বলেন, এ পর্যন্ত ৭০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। শতাধিক শ্রমিক টিফিন খেয়ে অসুস্থ হয়েছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী