দ্যা নিউ ভিশন

এপ্রিল ৩, ২০২৫ ১০:১৯

রক্ত দিলে কি শরীরের রক্ত কমে যায়

খালি পেটে রক্ত দেওয়া যাবে না

রক্তস্বল্পতা হয়—এমন কিছু পরিস্থিতিতে (যেমন থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, দুর্ঘটনা, অস্ত্রোপচার, প্রসবপরবর্তী রক্তক্ষরণ) রোগীর শরীরে জরুরি ভিত্তিতে রক্ত দেওয়া লাগে। আমাদের দেশে স্বেচ্ছায় অনেকেই রক্ত দান করেন, যা বিভিন্ন ব্লাডব্যাংকে জমা থাকে এবং সেখান থেকে এই রক্ত রোগীদের জন্য সংগ্রহ করা হয়। রক্তদান একটি মহৎ কাজ। কিন্তু অনেকের মনেই প্রশ্ন জাগে, অন্যকে দিলে কি নিজের শরীরে রক্ত কমে যায়? কিংবা রক্ত দেওয়ার পরে রক্তদাতার কোনো স্বাস্থ্যঝুঁকি হয়?

রক্ত মানবদেহের একটি অত্যাবশ্যকীয় উপাদান। প্রতিটি সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে প্রায় ৫ লিটার রক্ত থাকে। রক্তের মধ্যে ৫৫ শতাংশ তরল প্লাজমা থাকে, বাকি ৪৫ শতাংশ রক্তকোষ। রক্তে তিন প্রকার রক্তকোষ থাকে, যার মধ্যে সবচেয়ে বেশি থাকে লোহিত রক্তকণিকা। এই লোহিত রক্তকণিকা তৈরি হয় অস্থিমজ্জা থেকে। এর জীবনকাল মাত্র ৪ মাস বা ১২০ দিন। অর্থাৎ ১২০ দিন পরপর আমাদের শরীরে অস্থিমজ্জা থেকে নতুন নতুন লোহিত রক্তকণিকা তৈরি হচ্ছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী