দ্যা নিউ ভিশন

নভেম্বর ৩০, ২০২৪ ২২:৪৫

“স্বাস্থ্য উপদেষ্টা: ৪০ জনেরও বেশি চিকিৎসক দেশে ফিরে আসেননি”

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, “দেশের বাইরে প্রশিক্ষণ নিতে গিয়ে ৪০ জনেরও বেশি চিকিৎসক দেশে ফিরে আসেননি, যা দরিদ্র দেশের জন্য একটি অপচয়।” তিনি আরও জানান, এসব ক্ষেত্রে শর্ত সাপেক্ষে চিকিৎসকরা বিদেশে প্রশিক্ষণ নিতে পারবেন। শনিবার (৩০ নভেম্বর) দুপুরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে ‘বিশ্ব মুভমেন্ট ডিসঅর্ডার দিবস’ পালন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।

 

বিদেশে প্রশিক্ষণ নিতে যাওয়া চিকিৎসকদের দাবির পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, “দুই থেকে তিন দিনের প্রশিক্ষণে ভালোভাবে শেখার সুযোগ নেই। তাই সাত দিন বা দীর্ঘ সময়ের প্রশিক্ষণে কোনো আপত্তি নেই। তবে, ৪০ জনেরও বেশি চিকিৎসক দেশের বাইরে গিয়ে প্রশিক্ষণ বা উচ্চতর ডিগ্রি নিয়ে আর দেশে ফিরেননি। তাদের কয়েকবার চিঠি দিয়েও ফল হয়নি। এমন অপচয় কি করে ঠেকানো যায়?” তিনি আরও বলেন, “তাদের চিঠি দিয়েও কাজ হয়নি, তাই শর্তসাপেক্ষে চিকিৎসকরা বিদেশে প্রশিক্ষণ নিতে বা উচ্চতর শিক্ষা নিতে যেতে পারবেন।”

 

এ সময়, দেশে ওষুধের দাম বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নূরজাহান বেগম বলেন, “মহামারি বা দুর্যোগকালে কখনো কাউকে চিকিৎসার জন্য বিদেশে যেতে হয়নি, দেশের স্বাস্থ্য খাত দেশেই সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে সক্ষম হয়েছে।” তিনি আরও বলেন, “অতএব, সাধারণ মানুষের ক্রয়সীমায় ওষুধের মূল্য নির্ধারণের প্রয়োজন।”

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ