দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০০:২১

এমপক্স সতর্কতায় স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বিশ্বব্যাপী এমপক্স (পূর্বে মাঙ্কিপক্স নামে পরিচিত) সংক্রমণ বিস্তারের পরিপ্রেক্ষিতে জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করেছে। এর অংশ হিসেবে বাংলাদেশে সতর্কতা জোরদার করতে হটলাইন চালু করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

 

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যদি কারও শরীরে মাঙ্কিপক্সের লক্ষণ দেখা দেয়, যদি কেউ আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসে, বা সংক্রমিত দেশ ভ্রমণের ২১ দিনের মধ্যে উপসর্গ দেখা দেয়, তাহলে তারা ১৬২৬৩ ও ১০৬৫৫ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এমপক্স একটি সংক্রামক রোগ যা বেদনাদায়ক ফুসকুড়ি, লিম্ফ নোড ফুলে যাওয়া এবং জ্বরের মতো লক্ষণ সৃষ্টি করতে পারে।

 

বর্তমানে কঙ্গো, বুরুন্ডি, রুয়ান্ডা, উগান্ডা, কেনিয়াসহ মধ্য আফ্রিকার বেশ কিছু দেশে এমপক্সের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সম্প্রতি পাকিস্তানেও তিনজন এমপক্স আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। ডব্লিউএইচও ১৪ আগস্ট আফ্রিকার বিভিন্ন অঞ্চলে এমপক্স সংক্রমণ ছড়িয়ে পড়ার কারণে বৈশ্বিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে।

 

বাংলাদেশে এরই মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগত যাত্রীদের তাপমাত্রা পরীক্ষা শুরু হয়েছে। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম জানিয়েছেন, “প্রয়োজনে উপসর্গযুক্ত যাত্রীদের কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, সংক্রামক ব্যাধি হাসপাতাল এবং কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হবে।”

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট