কুষ্টিয়ার হরিনারায়নপুরের শিবপুরে বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এবং ভিশন কেয়ার ফাউন্ডেশনের সহযোগিতায় সাড়ে ১২শ রোগীকে চোখের বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) দিনব্যাপী হরিনারায়নপুরের দোয়ারকা দাস আগরওয়ালা মহিলা কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সেবা প্রদান কার্যক্রমে দোয়ারকা দাস ওয়েল ফেয়ার সোসাইটির আয়োজনে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দল অংশ নেন।
বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সিনিয়র কনসালট্যান্ট ডা. এন্টনি এলবার্টসহ চারজন চিকিৎসক ও ১৪ সদস্যের একটি দল চিকিৎসাসেবা প্রদান করেন। এছাড়া আয়োজকদের পক্ষ থেকে স্বেচ্ছাসেবকরা সহযোগিতা করেন। সেবার অংশ হিসেবে, রোগীদের চোখের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা, ওষুধ, চশমা প্রদান করা হয়। এছাড়া, চোখের ছানি, নেত্রনালী ও মাংস বৃদ্ধির কারণে অপারেশনের জন্য নির্বাচিত রোগীদের বিনা খরচে বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে চিকিৎসা সহায়তা প্রদান করা হবে বলে জানানো হয়।
চিকিৎসা সেবা নিতে আসা ধলনগরের বাসিন্দা মরিয়ম আক্তার জানান, “বসুন্ধরা থেকে ফ্রি চিকিৎসা পাওয়ায় আমরা খুব খুশি। বাড়িতে বসেই ডাক্তার দেখাচ্ছি এবং ফ্রি ওষুধ পাচ্ছি। এ ধরনের উদ্যোগ চলমান রাখার জন্য অনুরোধ করি।”
হরিনারায়নপুরের বাসিন্দা আব্দুল ওহাব বলেন, “দীর্ঘদিন ধরে চোখের ছানির সমস্যায় ভুগছি, কিন্তু টাকার অভাবে অপারেশন করতে পারিনি। বসুন্ধরা গ্রুপের আয়োজনে এসে ডাক্তার দেখানোর সুযোগ পেলাম এবং তারা জানিয়ে দিয়েছেন যে, আমার চোখের ছানি অপারেশন করতে হবে, তবে এখানে কোনো খরচ হবে না। বসুন্ধরার এই উদ্যোগে এ অঞ্চলের মানুষের অনেক উপকার হচ্ছে।”
বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ক্যাম্প ব্যবস্থাপক আবু তৈয়ব জানান, “আমরা আজ সারাদিন রোগী দেখার ব্যবস্থা করেছি। ৪ জন চিকিৎসকসহ মোট ১৪ জনের একটি দল ঢাকা থেকে এখানে এসেছেন। চোখের সব ধরনের চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে, এবং যাদের অপারেশন প্রয়োজন তাদের আমরা ঢাকায় নিয়ে ফ্রি চিকিৎসা সহায়তা, ওষুধসহ সব ধরনের সহযোগিতা প্রদান করব।”