**গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,০৮৩ জন**
গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ১,০৮৩ জন। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৪২১ জনের মৃত্যু হয়েছে এবং ৮১,০৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (১৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত তথ্য থেকে এসব জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪,০০৮ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় ভর্তি আছেন ১,৬৫৩ জন এবং ঢাকার বাইরে ২,৩৫৫ জন বিভিন্ন বিভাগে চিকিৎসাধীন। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩,২১,১৭৯ জন এবং মারা যান ১,৭০৫ জন।