দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৪, ২০২৪ ২৩:০৩

**ওষুধের কারণেও হতে পারে চোখের ক্ষতি: জানুন সমাধান**

**অপটিক নিউরোপ্যাথি: কীভাবে ঘটে এবং কী করণীয়**

 

অপটিক নিউরোপ্যাথি হলো অপটিক নার্ভের একধরনের প্রদাহ, যা চোখের সঙ্গে মস্তিষ্কের একমাত্র স্নায়ু সংযোগকে প্রভাবিত করে। এই নার্ভ ক্ষতিগ্রস্ত হলে দৃষ্টিশক্তি কমে যেতে পারে।

 

### **অপটিক নার্ভ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ**

 

#### **১. ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া**

কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া অপটিক নার্ভে প্রভাব ফেলতে পারে। এ ধরনের সমস্যাকে টক্সিক অপটিক নিউরোপ্যাথি বলা হয়।

– **যক্ষ্মার ওষুধ:**

– **ইথামবিউটল**: যক্ষ্মার চিকিৎসায় ব্যবহৃত ইথামবিউটল উচ্চ ডোজে (প্রতিদিন ৩৫ মিলিগ্রাম, তিন থেকে ছয় মাসের জন্য) অপটিক নার্ভে ক্ষতি করতে পারে।

– **আইসোনায়াজাইড (আইএনএইচ):** বিশেষত ইথামবিউটলের সঙ্গে ব্যবহারে অপটিক নিউরোপ্যাথির ঝুঁকি বাড়ে।

– **এপিলেপ্সি ওষুধ:**

– **ভিগাবাট্রিন:** প্রতিদিন ৩ গ্রাম ডোজে ব্যবহারের ফলে অপটিক নার্ভ ক্ষতিগ্রস্ত হতে পারে।

– **অ্যান্টিক্যানসার ওষুধ:**

– **মিথোট্রেক্সেড**: ফলিক অ্যাসিডের ঘাটতি তৈরি করলে অপটিক নিউরোপ্যাথি দেখা দিতে পারে।

 

#### **২. অন্যান্য কারণ**

– **অপটিক নিউরাইটিস:** ভাইরাস, ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের সংক্রমণ এবং অটোইমিউন ডিজিজের কারণে অপটিক নার্ভে প্রদাহ হতে পারে।

– **শারীরিক অসুস্থতা:**

– ডায়াবেটিস

– উচ্চ রক্তচাপ

– টেম্পোরাল আর্টারাইটিস

– মাল্টিপল স্ক্লেরোসিস

– **বাহ্যিক কারণ:** মেথিলেটেড স্পিরিট সেবন, আঘাত, টিউমার বা জন্মগত ত্রুটি।

 

### **লক্ষণ**

– হঠাৎ এক বা দুই চোখে দৃষ্টিশক্তি কমে যাওয়া।

– রঙ চেনার সমস্যা বা কালার ভিশনে পরিবর্তন।

– মেথিলেটেড স্পিরিটজনিত ক্ষেত্রে পেটব্যথা, বমি, মাথাব্যথা, শ্বাসকষ্ট ও বিভ্রান্তি।

এই লক্ষণগুলো দেখা দিলে দ্রুত চিকিৎসা না করালে স্থায়ী অন্ধত্বের ঝুঁকি থাকে।

 

### **চিকিৎসা**

– **প্রাথমিক চিকিৎসা:** বেশিরভাগ ক্ষেত্রে রোগ কয়েক সপ্তাহে উপশম হয়।

– **ওষুধ:**

– স্টেরয়েড জাতীয় ওষুধ

– ভিটামিন বি-১২, বি-৬, ও বি-১

– **পরামর্শ:**

– যেকোনো ওষুধ সেবনের সময় চোখে উপসর্গ দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

– দৃষ্টিশক্তি হঠাৎ কমে গেলে, অন্য উপসর্গ থাকুক বা না থাকুক, দেরি না করে চিকিৎসা শুরু করতে হবে।

 

**পরামর্শ দিয়েছেন:**

অধ্যাপক ডা. সৈয়দ এ কে আজাদ

চক্ষুরোগ বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন

বিভাগীয় প্রধান, চক্ষুরোগ বিভাগ

আল-রাজী হাসপাতাল, ফার্মগেট, ঢাকা

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ